নিজস্ব প্রতিবেদন : এত তাড়াতাড়ি বদলে যাবে ভাগ্য! ঝড়ের গতিতে উত্থানের মত ঝড়ের গতিতে পতন! এর উদাহরণ ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) থেকে বেশি আর কেউ হতে পারেন না। এই ভুবন বাদ্যকর গত বছর রমরমা ভাবে নিজের জীবন কাটিয়েছেন। কিন্তু এখন! বছর ঘুরতে না ঘুরতেই কেমন রয়েছেন কাঁচা বাদাম (Kancha Badam) খ্যাত বাদাম কাকু? সত্যিটা জানলে চোখে জল আসবে।
কাঁচা বাদাম খ্যাত বাদাম কাকুর জীবন জীবিকা নিয়ে অধিকাংশ মানুষই জানেন। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে তিনি বসবাস করেন। এখানেই একটি মাটির বাড়িতে ছিল তার বাস। সেখান থেকে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তিনি কাঁচা বাদাম বিক্রি করতেন। ফেরিওয়ালার মতো জীবন কাটানোর সময়ই নিয়ে তিনি কাঁচা বাদাম গানটি লিখেছিলেন এবং সিটি ভাইরাল হতেই বদলে যায় তার জীবন।
তার সেই গান এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে সেই গান তাবড় তাবড় সেলিব্রিটিদের মুখেও শোনা গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে কোথায় না ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু এত ভালো ভাগ্য তার বেশি দিন সইল না। হঠাৎ রকেটের গতিতে উত্থানের মতই পতন ঘটল তার জীবনে। সত্যি বলতে এখন কেউ তার খোঁজ পর্যন্ত রাখেন না।
যে মানুষটি গত বছর তারকার মত জীবন কাটিয়েছেন, সেই মানুষটির আর্থিক অবস্থা এখন করুণ। এমনকি এই বছর পূজোয় তার নতুন জামা কাপড় কেনার ক্ষমতাটুকু নেই। নিজের পরিবারের কাউকে নতুন জামা কাপড় কিনে দিতে পারেন নি এবং নিজেও কোন জামাকাপড় কেনেননি বলেই জানিয়েছেন। পুরাতন জামা কাপড়েই তার এই বছর পুজো কাটবে।
আসলে ভুবন বাদ্যকর এখন গান গাওয়ার জন্য কোথাও সুযোগ পান না, আবার আগের মত ফেরিওয়ালার জীবনেও ফিরে যেতে পারছেন না। এই পরিস্থিতিতে তার ছেলের রোজগার থেকেই কোনরকম সংসার চলছে। ছেলে সিভিক ভলেন্টিয়ারে কাজ পেয়েছেন গত বছর। কিন্তু সেই কাজের দরুণ যে টাকা পাওয়া যায় তা দিয়ে এত জনের সংসার চালানো অত্যন্ত কষ্টকর।