লাল্টু : বীরভূমের অজপাড়া গ্রাম আর ওই গ্রামেরই সদাহাস্য, সাদাসিধা ভুবন বাদ্যকর এখন ভুবন কাঁপাচ্ছেন। তিনি মূলত তার কাঁচা বাদাম গানের দৌলতে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছেন। সেখান থেকেই তাঁর আজ এতটা জনপ্রিয়তা।
তার গান ইতিমধ্যেই রাজ্য দেশ ছাড়িয়ে বাংলাদেশ, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, উত্তর কোরিয়া, ইউরোপ, তানজানিয়া সহ বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে। তার গান বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার পাশাপাশি তিনিও এখন সেলিব্রেটিদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচছেন। তবে এসবের মধ্যেই একটি প্রশ্ন ওঠে, কিভাবে জন্ম হলো এই কাঁচা বাদাম গানের?
কাঁচা বাদাম গানের জন্মের রহস্য নিয়ে দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সামনে তা ফাঁস করতে দেখা যায় ভুবন বাদ্যকরকে। মঞ্চে সৌরভ গাঙ্গুলীকে তিনি জানান, ‘একদিন গুদামে গিয়েছিলাম। তখন দেখলাম ওখানে মাথার ছেঁড়া চুল নিচ্ছে, হাঁসের পালক নিচ্ছে, সিটি গোল্ডের গহনা নিচ্ছে, ভাঙা মোবাইল নিচ্ছে। তখন থেকে ওগুলো নিতে লাগলাম বাদামের বদলে। তারপর বলতাম, তখন ওগুলো সেটিং করলাম’।
সোশ্যাল মিডিয়ায় এই গান এত জনপ্রিয়তা অর্জন করার পরিপ্রেক্ষিতে গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের কোন আর্থিক লাভ হয়েছে কি? এই প্রশ্ন করা হলে সদাহাস্য ভুবন বাদ্যকর হাসতে হাসতেই উত্তর দেন, ‘একটা চ্যানেলে গিয়েছিলাম, ওই জয়দেবের স্টুডিওতে গান করেছিলাম। সে ৩০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু ভেঙেই গেল টাকাটা’।
এখানেও ভুবন বাদ্যকরের ‘টাকা ভেঙে গেল’ এই কথা শুনে হাসির রোল তৈরি হয় মঞ্চে। আসলে ভুবন বাবু নিজের গ্রাম্য ভাষায় উত্তর দেন। যা অনেকের কাছে বুঝতে অসুবিধা হয়। যদিও সৌরভ বুঝতে পারেন ওই টাকাটা শেষ হয়ে গিয়েছে। তখন তিনি পরিস্থিতি সামলে বলেন, ‘ও আচ্ছা শেষ হয়ে গেল’।
এর পাশাপাশি এদিন এই মঞ্চে সকলের মন জয় করে নেওয়ার পাশাপাশি ভুবন বাদ্যকর নিজের সুখ-দুঃখের কথাও ভাগ করে নেন দাদা সৌরভের সঙ্গে। তিনি তার সঙ্গে নিজের পরিস্থিতির কথা শেয়ার করে জানান, পরিবারের সকলকে নিয়েই তিনি ভাঙ্গা ঘরেই রয়েছেন।