Split AC: হাজার হাজার টাকায় ঘরে ঘরে আসছে এসি! কিন্তু এই ঠাণ্ডা করার যন্ত্র টিকে কতদিন

Prosun Kanti Das

Published on:

Advertisements

How long does a Split AC last: এপ্রিল মাস পড়তেনা পড়তেই তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। তাপমাত্রা এতটাই বেশি যে রোদে বাইরে বেরোনো তো দূরের কথা, ঘরের ভিতরেও টিকতে পারছে না কেউ। খুব স্বাভাবিকভাবেই গরম থেকে বাঁচতে ফ্যান বা এসি ব্যবহার করছেন অনেকেই। আধুনিকতার যুগে এসির ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। কেউ ব্যবহার করছেন উইন্ডো এসি তো কেউ ব্যবহার করছেন স্প্লিট এসি (Split AC)। যে এসিই আপনি বাড়িতে বা অফিসে ব্যবহার করে থাকুন না কেন সঠিকভাবে ব্যবহার করাটাই বড় কথা।

Advertisements

গরম থেকে বাঁচতে এসির ব্যবহার তো করছেন, কিন্তু জানেন কি এসি ব্যবহারে সঠিক পদ্ধতি? এসির গড় আয়ু কত? অর্থাৎ একটি এসি কত দিন ব্যবহার করা সম্ভব? শুধু ব্যবহার করলেই হবে না, জানতে হবে সঠিক নিয়ম। নিয়ম মেনে ব্যবহার না করলে আপনি বড়সড়ো বিপদের সম্মুখীন হতে পারেন। এছাড়া বৈদ্যুতিক জিনিস যখন তখন খারাপ হয়ে যেতে পারে। তাই তাকে ব্যবহার করার সঠিক পদ্ধতি জানা থাকলে আপনিও সুরক্ষিত থাকবেন এবং মেশিনটির গড় আয়ুও বৃদ্ধি পাবে।

Advertisements

এসি কিনতে যা খরচা হয়, তার থেকে অনেক বেশি খরচা হয় এসি মেইনটেনেন্স করতে। আপনি যদি সঠিক নিয়ম মেনে এসি ব্যবহার না করেন তাহলে এসি যখন তখন খারাপ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে মেকানিকের চার্জ পড়বে অনেক বেশি। একটু সচেতনতা অবলম্বন করলেই এই খরচ আপনি অনায়াসে কমিয়ে আনতে পারেন। আর তাছাড়া, গরমকালে এসি বা ফ্যান চালানোর জন্য এমনিতেই ইলেকট্রিক বিল অনেকটা বেশি আসে। এসি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই বিলও অনেক টা কম আসবে। উইন্ডোজ এসির তুলনায় স্প্লিট এসি (Split AC) ব্যবহার করলে, ইলেকট্রিক বিল কম আসতে পারে।

Advertisements

আরও পড়ুন ? Electricity Bill of AC: প্রতিদিন ৮ ঘণ্টা চললে দেড় টন এসিতে কত আসবে বিল! রইল সহজ হিসেব-নিকেশ

অনেককেই বলতে শোনা যায়, এত গরমে এসি ছাড়া নাকি থাকা সম্ভব না। তাই প্রতিবারের মতো এবারও গরম পড়তে না পড়তেই এসির বাজার দর তুঙ্গে। বহু মানুষ ইলেকট্রনিক্সের দোকানে ভিড় জমাচ্ছেন এসি কেনার জন্য। বাজারে বিভিন্ন ধরনের এসি পাওয়া যায়। ১ টন, ২ টন, ৩ টনের এসি, ইনভার্টার এসি, ৩, ৪, ৫ স্টার যুক্ত ইত্যাদি। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এসি কিনে থাকি। কিন্তু একটা এসি ঠিক কতদিন ঠিকঠাক ভাবে ঘর ঠান্ডা করতে পারে সেইটা আমরা অনেকেই জানি না। এসি কতদিন ভালোভাবে কাজ করবে তা নির্ভর করে এসির মেন্টেনেন্স, বাইরে তাপমাত্রা ইত্যাদির উপর।

সারা শীতকাল (Split AC) এসির ব্যবহার কম হয়, তাই গরমকালে অতিরিক্ত পরিমাণে এসি ব্যবহার করলে এসিতে কিছু সমস্যা হতেই পারে। এসি কে সময়মতো সার্ভিসিং করালে, ফিল্টার বদলালে এসির গড় আয়ু কিছুটা বাড়তে পারে। এছাড়া কি ব্র্যান্ডের এসি আপনি ব্যবহার করছেন, তার উপরও নির্ভর করে কত দিন সেই এসিটি ভালোভাবে কাজ করবে। বাইরের তাপমাত্রা যত বেশি হয়, এসির তাপমাত্রা তত কমানো হয়। একটা এসি ঠিক কতটা তাপমাত্রায় প্রতিনিয়ত কাজ করছে তার উপর নির্ভর করে তার কর্মক্ষমতা। ইনভার্টার এসি, স্প্লিট এসি গুলো প্রায় ১২ থেকে ১৩ বছর ঠিকঠাক মতো কাজ করতে পারে।

Advertisements