Winter: হাড় কাঁপানো এমন শীতের হাত থেকে কবে মিলবে মুক্তি! জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শীত (Winter) পড়ে না তো পড়ে না, আবার পড়লে তা এতটাই বেশি হয়ে দাঁড়াচ্ছে যে যুবথুবু অবস্থা হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। গত শুক্রবার থেকে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় রীতিমতো জড়োসড় অবস্থা বঙ্গবাসীদের। কলকাতা অথবা পার্শ্ববর্তী এলাকায় তেমন পার্থক্য বোঝা না গেলেও তাপমাত্রার ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। এমন পরিস্থিতিতে হওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, কবে থেকে এমন হাড় কাঁপানো ঠান্ডা থেকে মিলবে মুক্তি।

গত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের যে সকল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ থেকে ১৪°, সেই সকল জেলারই এখন সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি। মাত্র ২৪ ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় ৭ ডিগ্রি পতন পশ্চিমের জেলাগুলির বাসিন্দার কাছে অসহ্য হয়ে দাঁড়িয়েছে। শীতবিলাসীরা এমন শীত পেয়ে খুব খুশি হলেও নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রেণীর বহু মানুষদের কষ্ট করে কাটাতে হচ্ছে।

তবে এই পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এমন কনকনে হাড় কাঁপানো ঠান্ডা খুব বেশিদিন স্থায়ী হবে না। এমন কনকনে ঠান্ডা বড়জোড় আর দু-তিন দিন বজায় থাকবে। এরপরেই আবার সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে রাজ্যের মোটামুটি সব জেলাতেই। সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ।

আরও পড়ুন 👉 Snowfall in Darjeeling: পর্যটকদের জন্য দারুণ খবর দিল হাওয়া অফিস, এই দিন থেকে স্নো-ফলের সম্ভাবনা দার্জিলিংয়ে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ফের রাজ্যে হাওয়া বদল ঘটবে। কেননা বুধবার থেকেই কলকাতা শহর রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হওয়া অফিসের তরফ থেকে। এরপর আবার শুক্রবার থেকে আবহাওয়ায় বদল ঘটবে। শুক্রবার থেকে আকাশ মেঘমুক্ত হওয়ার পর ফের একবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পর শনিবার থেকে আরেকবার তাপমাত্রায় নিম্নমুখী ভাব লক্ষ্য করা যাবে। তারই পরিপ্রেক্ষিতে নতুন করে সপ্তাহান্তে আরও একবার শীতের আমেজ উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা।