How many districts are there in all the states in India: কত গুলো দেশ মিলে হয় একটা মহাদেশ। আর কতগুলো রাজ্য মিলে এক একটা দেশ। কতগুলো জেলা মিলে হয় এক একটা রাজ্য I এশিয়া মহাদেশের অন্তর্গত ভারত একটি দেশ। ভারতে মোট ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এরই মধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে আমরা বসবাস করি। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ২৩টি। বলুন তো তাহলে ভারতের মোট জেলার (Districts in India) সংখ্যা কত হতে পারে? চলুন জেনে নি সেই তথ্য।
সাধারণ জ্ঞানের বিষয়গুলি সম্পর্কে ধারণা তৈরি করার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সমান ভাবে গুরুত্বপূর্ণ যে কোন শিক্ষার্থীর জন্য। তবে শুধু শিক্ষার্থী নয় নাগরিক হিসেবে দেশে ঘটতে থাকা যেকোনো ঘটনার খবর রাখা আমাদের কর্তব্য। শুধু নিজের এলাকা, নিজের শহর, নিজের জেলা বা নিজের রাজ্যের নয় নিজের দেশের খবর রাখা আমাদের কর্তব্য। আমাদের এই দেশ ভারত বর্ষ সম্পর্কে এমন একটা খবর আমরা আপনাদেরকে দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে।
এই প্রতিবেদনের শুরুতেই আমরা একটা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম ভারতে মোট কটি জেলা (Districts in India) রয়েছে? চলুন দেখি এর উত্তর খুঁজে বের করা যায় কিনা। এশিয়া মহাদেশের অন্তর্গত ৪৮টি দেশের মধ্যে অন্যতম আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষে বর্তমানে ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক বিভাগ হল জেলা। জেলাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলিকে বলে তহশীল বা তালুক। কোন কোন ক্ষেত্রে জেলাকে কয়েকটি উপ-বিভাগও ভাগ করা হয়ে থাকে।
আরও পড়ুন ? ভারতের কোন রাজ্য কেবলমাত্র দুটি জেলা নিয়ে তৈরি? খুব চেনা, কিন্তু ৯৯% মানুষ জানেন না
ভারতবর্ষের ২৮টি রাজ্যের মধ্যে অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ২৩টি কিন্তু বাকি ২৭টি রাজ্যের জেলার সংখ্যা মিলিয়ে ভারতবর্ষে মোট জেলার (Districts in India) সংখ্যা কত? ২০২৪ সালের গণনা অনুযায়ী ভারতের মোট জেলার সংখ্যা ৮০৬ টি। ২০২০ সালে ভারতের জেলার সংখ্যা ছিল ৭৩৯ টি, ২০১১ সালের ছিল ৬৪০ টি জেলা, ২০০১ সালে ছিল ৫৯৩ জেলা। ভারতে জেলার সংখ্যা পরিবর্তনশীল প্রয়োজন বুঝে তার সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।
গুজরাটে অবস্থিত কচ্ছ হলো ভারতের সবথেকে বড় জেলা (Districts in India) যার আয়তন ৪৫ হাজার ৬৭৪ বর্গ কিলোমিটার। ৬টি পৌরসভা, ৯৩৯টি গ্রাম ও ১০টি তালুকা নিয়ে তৈরি ভারতবর্ষের সবথেকে বড় জেলা কচ্ছ। এখানে কচ্ছি ভাষা ব্যবহৃত হয়।