How many domestic LPG cylinders can you buy per year: সময় বদলেছে। আগে এমন একটা সময় ছিল যখন বাড়ির মহিলারা রান্নার জন্য কাঠ, কয়লা কিংবা গুলকে জ্বালানি হিসাবে ব্যবহার করতেন। তাতে খরচ তুলনামূলক কম হলেও, রান্নার কাজে সময় ও শক্তি অনেক বেশি অপচয় হতো। তারপর ধীরে ধীরে কাঠ, কয়লা বা গুলের জায়গায় এলো এলপিজি গ্যাস। বর্তমানে ঘরে বাইরে সব জায়গায় রান্নার জন্য গ্যাস সিলিন্ডারকে মূল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তবে বাড়িতে প্রতিদিনের রান্নার জন্য যে গ্যাস সিলিন্ডার (Domestic LPG) আমরা ব্যবহার করি, সেটা ব্যবহার করার বা কেনার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলতে হয়।
গত শুক্রবার সকালে এক্স (পূর্বতন টুইটার) এর প্ল্যাটফর্মে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাস সিলিন্ডার সংক্রান্ত বিশেষ একটি ঘোষণা করেছেন। ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছে। অর্থাৎ ৮ই মার্চ ২০২৪ রাত বারোটার পর থেকে এই নতুন দামটি কার্যকর করা হয়েছে। তাই ভর্তুকি সহ ঘরে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারে (Domestic LPG) বর্তমান দাম দাঁড়িয়েছে ৮২৯ টাকা।
এক্ষেত্রে বলা বাঞ্ছনীয় যে, রান্নার কাজে ব্যবহারের জন্য প্রতি গ্যাস সিলিন্ডারে কেন্দ্রীয় সরকার কতৃক ভর্তুকির ব্যবস্থা রয়েছে। তবে আগের নিয়মে, এই ভর্তুকি গ্যাস সিলিন্ডার একটি পরিবার এক বছরে মোট বারোটা পেতে পারে। তার বেশি গ্যাসের প্রয়োজন হলে ভর্তুকি ছাড়াই সিলিন্ডার কিনতে হয়।
আরও পড়ুন ? LPG Price: কলকাতা থেকে বীরভূম, জলের দরে রান্নার গ্যাস, দেখে নিন কত পড়বে আপনার জেলায়
২০২২ সালে এই নিয়মে কিছু পরিবর্তন করা হয়। বছরে একজন ব্যক্তির গ্যাস সিলিন্ডার কেনার সংখ্যাকে সীমিত করে দেওয়া হয়। একটি ব্যক্তি বছরে ১৫টি গ্যাস বুক করতে পারবে তার মধ্যে ১২টি গ্যাস এর ভর্তুকি সে পাবে আর বাকি তিনটি গ্যাস তাকে ভর্তুকি ছাড়া নিতে হবে।
২০২৩ সালে এই নিয়মে আরো কিছু পরিবর্তন করা হয়। গৃহে ব্যাবহৃত গ্যাসের (Domestic LPG) ক্ষেত্রে একটি ব্যক্তি মাসে দুটির বেশি গ্যাস বুক করতে পারবেন না। তার পাশাপাশি উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকদের জন্য ভর্তুকির পরিমাণ কিছুটা বাড়ানো হয়। সাধারণ গ্রাহকরা প্রতি সিলিন্ডার গ্যাসের ভর্তুকি ১৯ টাকা ৫৭ পয়সা করে পেলেও উজ্জ্বলা যোজনার গ্রাহকরা বর্তমানে ভর্তুকি পাচ্ছেন ৩০০ টাকা করে কিছু গ্রাহক ৩১৯ টাকা ৫৭ পয়সা করেও পেয়ে থাকেন।