Indian Railways: প্রতিনিয়ত ট্রেনে ওঠেন, কিন্তু জানা আছে কি শিয়ালদহ ও হাওড়া থেকে রোজ কতগুলো করে ট্রেন ছাড়ে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: ভারতীয় রেল হল ভারতের অন্যতম বৃহৎ একটি পরিবহন ব্যবস্থা। সারা বিশ্বে এটি চতুর্থ স্থান অধিকার করেছে। ধনী থেকে দরিদ্র সকলেই যাতায়াতের জন্য ভারতীয় রেলের ব্যবহার করে থাকেন । স্বল্প খরচ এবং অল্প সময়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় নিজেদের গন্তব্যস্থলে। বহু মানুষ প্রতিদিন এর যাতায়াতের জন্য বেছে নেন এই পরিবহন ব্যবস্থাটিকে। কলকাতা শহরের দুটি ব্যস্ততম রেলস্টেশন হলো শিয়ালদহ এবং হাওড়া। আজকে জানা যাবে এই দুটি স্টেশন সম্পর্কে কিছু অজানা তথ্য।

Advertisements

শিয়ালদহ এবং হাওড়া থেকে প্রতিনিয়ত বহু যাত্রী যাতায়াত করে থাকেন। এমনকি গ্রাম ও শহরতলী থেকেও বহু মানুষের আনাগোনা ঘটে এই স্টেশনে। অবস্থানগতভাবে হাওড়া ও শিয়ালদা স্টেশনের গুরুত্ব ভারতীয় রেলে (Indian Railways) অপরিসীম। প্রতিদিন না হলেও কখনো না কখনো এই স্টেশন দুটিতে যাতায়াতের প্রয়োজন অবশ্যই পড়েছে প্রত্যেকটি মানুষের।

Advertisements

কিন্তু অনেকেই জানেন না প্রতিনিয়ত শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে মোট কটি ট্রেন যাতায়াত করে। ভারতীয় রেলের (Indian Railways) একটি হিসাব অনুযায়ী যারা যায় যে, প্রতিদিন হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে যাতায়াত করে ১২৬৫টি সাব-আরবান ট্রেন। দিন ও রাত মিলিয়ে প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ৩৮০টি এবং শিয়ালদহ থেকে ৮৮৫টি ট্রেন (Train) চলাচল করে।

Advertisements

আরো পড়ুন: ভারতের সবচেয়ে দামি ৪টি ট্রেন, যাদের এক টিকিটের দামে হয়ে যাবে আস্ত বাড়ি

হাওড়া ডিভিশনের কিছু গুরুত্বপূর্ণ সাব-আরবান ট্রেন হলো

হাওড়া-বর্ধমান ভায়া কর্ড রুটে রোজ ২৩টি আপ এবং ২০টি ডাউন ট্রেন চলাচল করে। ২৪টি আপ ও ২২টি ডাউন ট্রেন রোজ হাওড়া-বর্ধমান মেইন রুটে চলে থাকে। ৪২টি আপ এবং ৪১টি ডাউন হাওড়া-ব্যান্ডেল রুটে প্রতিদিন পরিষেবা দিয়ে থাকে সেই সাথে হাওড়া-ব্যান্ডেলের মধ্যে প্রতিদিন চলে একজোড়া মাতৃভূমি লোকাল। প্রতিদিন ১১টি আপ ও ১১টি ডাউন ট্রেন চলে হাওড়া থেকে শেওড়াফুলির মধ্যে। হাওড়া থেকে কাটোয়ার মধ্যে চলে ৯টি আপ ও ৯টি ডাউন ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে ২০টি আপ এবং ২৩টি ডাউন ট্রেন চলাচল করে।

শিয়ালদহ ডিভিশনের কিছু গুরুত্বপূর্ণ সাব-আরবান ট্রেন হলো

প্রতিদিন ১৩টি আপ ও ১৪টি ডাউন ট্রেন চলাচল করে শিয়ালদহ ও ব্যারাকপুরের মধ্যে। শিয়ালদহ ও নৈহাটির মধ্যে প্রতিদিন যাতায়াত করে ১৭টি আপ ও ১৮ টি ডাউন ট্রেন। ২৬টি আপ ও ২৪টি ডাউন ট্রেন প্রতিদিন পরিষেবা দেয় শিয়ালদহ থেকে বনগাঁর মধ্যে, সেই সাথে প্রতিদিন এই দুই দিক থেকেই একটি করে মাতৃভূমি লোকাল ট্রেন যাতায়াত করে। শিয়ালদহ থেকে ক্যানিংয়ের মধ্যে প্রতিদিন যাতায়াত করে ২৪টি আপ এবং ২২টি ডাউন ট্রেন ও প্রতিদিন এই দুই দিক থেকেই চলাচল করে একটি মাতৃভূমি লোকাল। ২৬টি আপ এবং ২৫টি ডাউন ট্রেন শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারের মধ্যে প্রতিদিন যাতায়াত করে।

Advertisements