নিজস্ব প্রতিবেদন : সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভিজলো বৃষ্টিতে। বৃষ্টির পাশাপাশি ঝড়, বজ্রবিদ্যুৎ। আর এর কারণে আংশিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও তীব্র দাবদাহ থেকে বেশ কয়েকটা দিন রেহাই পেলেন বঙ্গের বাসিন্দারা। তবে এই সাময়িক স্বস্তি আর মাত্র কয়েক ঘণ্টার জন্য। এমনটাই জানানো হলো হাওয়া অফিসের তরফ থেকে। অফিসের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে চলুন দেখে নেওয়া যাক।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই বঙ্গবাসীদের এই স্বস্তি উধাও হতে পারে। কারণ হিসেবে অফিসের তরফ থেকে বলা হয়েছে, আগামী শুক্রবার আরব সাগরে একটি নিম্নচাপ এবং নিম্নচাপকে কেন্দ্র করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে। শুষ্ক আবহাওয়ার কারণে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে।
পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এমনও পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী দিন কয়েকের মধ্যেই ফের বাংলায় গরমের ঝোড়ো ইনিংস লক্ষ্য করা যেতে পারে। যদিও বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগাম পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। পূর্বাভাস মতোই এদিন সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে।
[aaroporuntag]
অন্যদিকে এই সপ্তাহ খানেক বৃষ্টির কারণ হিসাবে হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বাংলা জুড়ে এই বৃষ্টির কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বজ্রগর্ভ মেঘ। আর এই দুইয়ের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় ফের একবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। তবে শুক্রবার থেকেই তাপমাত্রা চড়বে বলে অনুমান করা হচ্ছে।