‘মুখ্যমন্ত্রী হোক বিচারপতি গঙ্গোপাধ্যায়’! অধীরের বাসনা নিয়ে কি বলছেন বাসিন্দারা! আপনি যা ভাবছেন তা কিন্তু নয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) শনিবারের একটি মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তার সেই মন্তব্য হলো, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে (Abhijit Gangopadhyay) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচন করা হোক। অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, বিচারব্যবস্থায় তিনি যেভাবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে তাকে সাধারণ মানুষরা একইভাবে দুহাত ভরে আশীর্বাদ করবেন। অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্পষ্ট, তার বাসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে দেখার। তবে প্রশ্ন হল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সাধারণ মানুষেরা এবং রাজনীতিকরা কতটা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন?

Advertisements

প্রথমেই যদি রাজনীতিকদের কথা বলা হয় তাহলে তৃণমূল কর্মী যাদের এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাদের প্রত্যেকেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর থাকবেন তা নিয়ে কোন সন্দেহ নেই। অর্থাৎ তারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে বেশি পছন্দ করছেন। তবে আবার কোন কোন তৃণমূল কর্মী জানিয়েছেন, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন তাহলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটা আগে করে দেখাক।

Advertisements

অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এমন মন্তব্য করলেও কংগ্রেসের জোটসঙ্গী সিপিআইএমের সুজন চক্রবর্তী লিখেছেন, “এ ধরনের প্রস্তাবে বিচারব্যবস্থা অথবা নির্দিষ্ট কোন বিচারপতি সম্পর্কে ভরসা বাড়ানো হয়
নাকি বরং বাড়তি বিড়ম্বনায় ফেলা হয়!!??” তার প্রশ্ন, যিনি এখনো বিচারপতি পদে রয়েছেন তার সম্পর্কে কি এই ধরনের কথা বলা যায়? মোটের উপর এই বিষয়টি নিয়ে দুই দলের দুই নেতার মতভেদ রয়েছে।

Advertisements

এখন প্রশ্ন হল রাজনীতিকদের ছেড়ে যদি সাধারণ মানুষদের কাছে এই বিষয়টি নিয়ে পৌঁছানো যায় তাহলে তাদের থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাবে? সাধারণ মানুষদের অনেককেই রয়েছেন যারা অধীর চৌধুরীর এমন বাসনা প্রসঙ্গে জানেনই না। তবে অধীর চৌধুরীর এমন বাসনা প্রসঙ্গে না জানলেও গঙ্গোপাধ্যায়কে অনেকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, অনেকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছেন তেমনটাই থাকতে দিতে চান। অনেকেই রয়েছেন যারা এই বিষয়ে কোন মন্তব্য প্রকাশ করতে পারবেন না বলেও জানিয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো সাধারণ মানুষদের ১৬.৬৭ শতাংশ জানিয়েছেন তারা মন্তব্য করতে পারবেন না। ৫০ শতাংশের বেশি মানুষ চাইছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলে রাজ্যের ভালো হবে এবং তারা তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে ৩৩.৩৩ শতাংশ মানুষ চাইছেন, যেমন চলছে তেমন চলুক এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক আছেন।

কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করার পরই শনিবার এই বিষয়টি নিয়ে BanglaXp সাধারণ মানুষদের কাছে পৌঁছে গিয়েছিল এবং সেখান থেকেই এই সমীক্ষা রিপোর্ট উঠে এসেছে। যদিও এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisements