নিজের নামে কতগুলি সিমকার্ড রাখা যাবে, জানিয়ে দিলো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একজন গ্রাহক নিজের নামে কতগুলি সিমকার্ড রাখতে পারবেন তা নিয়ে আগেই নিয়ম জারি করেছে কেন্দ্র। সেই নিয়মকেই নতুনভাবে ফের একবার জারি করা হলো। নতুন করে জারি করা এই নিয়ম অনুসারে জানিয়ে দেওয়া হল একজন গ্রাহক কতগুলি সিমকার্ড রাখতে পারবেন এবং বাড়তি সংযোগ থাকলে তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

Advertisements

কেন্দ্রের টেলিকমিউনিকেশন দফতর জানিয়েছে, কোন গ্রাহক নিজের নামে নয়টির বেশি সিমকার্ড রাখতে পারবেন না। অন্যদিকে জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব এবং অসমের ক্ষেত্রে এই সংখ্যাটা আরও কমিয়ে করা হয়েছে ছয়। এর থেকে বেশি সংযোগ থাকলেই তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

Advertisements

এর পাশাপাশি নতুন এই নির্দেশিকায় জানানো হয়েছে, যে সকল ব্যক্তিদের একাধিক সিম কার্ড রয়েছে তাদের তথ্য যাচাই করতে হবে। এই তথ্য যাচাই করা না হলে একটিমাত্র নম্বর ছাড়া বাকি সব নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তবে গ্রাহকরা কোন সিমকার্ড রাখতে চান তা বেছে নেওয়ার সুযোগ পাবেন।

Advertisements

কেন্দ্রের টেলিকমিউনিকেশন দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, কেবলমাত্র কোন একটি সংস্থার নয়টি কানেকশন নয়, প্রতিটি সংস্থা মিলে একজন ব্যক্তি জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং অসম ছাড়া অন্যত্র নয়টির বেশি সিমকার্ড রাখতে পারবেন না। জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং অসমের গ্রাহকরা রাখতে পারবেন ছয়টি সিমকার্ড।

নিয়ম অনুসারে, যে সকল সিমকার্ডের তথ্য যাচাই করা সম্ভব হবে না সেই সকল সিমকার্ড যদি গ্রাহকরা ছেড়ে দিতে চান তাহলে ৩০ দিনের মধ্যে ওই সিম কার্ডের ডেটা পরিষেবা এবং আউটগোয়িং পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এরপর ইনকামিং পরিষেবা বন্ধ হয়ে যাবে ৪৫ দিনের মধ্যে এবং তার পরেও গ্রাহক যদি তথ্য যাচাই না করেন তাহলে ৬০ দিনের মধ্যে ওই সিমকার্ডের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

Advertisements