নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে বর্তমানে আধার নম্বর বা আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্র হোক অথবা রাজ্য, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই আধার নম্বর আবশ্যিক। আবার স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও আধার নম্বর খুব জরুরী
গুরুত্বপূর্ণ এই নথির ক্ষেত্রে বহু নাগরিকের লক্ষ্য করা যায় নাম, ঠিকানা, জন্ম তারিখ অথবা কোন না কোন ক্ষেত্রে কিছু না কিছু ভুল রয়েছে। স্বাভাবিকভাবেই এই সকল ভুল সংশোধন করে নেওয়া অত্যন্ত জরুরী। UIDAI এর তরফ থেকে এইসকল ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার জন্য ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই সকল ভুল ত্রুটি সংশোধন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে।
আধার কার্ডে নাগরিকদের নাম দু’বার পরিবর্তন করা যায়। এন্ট্রি সময় জন্ম তারিখে কোন ভুলত্রুটি থাকলেই কেবলমাত্র জন্ম তারিখ পরিবর্তন করা যেতে পারে। অন্যথায় কখনোই জন্ম তারিখ পরিবর্তন করা যাবে না। ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো উল্লেখ না থাকলেও ঠিকানা পরিবর্তন করার জন্য উপযুক্ত ডকুমেন্ট লাগবে।
এছাড়াও নাগরিকরা তাদের আধার কার্ডে নিজেদের লিঙ্গ এককালীন পরিবর্তন করতে পারবেন। এর পাশাপাশি আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি সংযোগ অথবা পরিবর্তনের কাজ যতবার খুশি করা যেতে পারে।
আধার কার্ডে কোন প্রয়োজনীয় তথ্য পরিবর্তন অথবা সংশোধন করার জন্য নাগরিকদের যেতে হবে নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার অথবা যেখানে আধার সংক্রান্ত কাজ হচ্ছে। এছাড়াও একাধিক কাজ বাড়িতে বসে অনলাইনেও করা যেতে পারে, যদি ওই নাগরিকের আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকে।