নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে প্রায় অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে যানবাহন। যানবাহন চড়েই অধিকাংশ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। আর এই যানবাহনের তালিকায় থাকা মোটর বাইকের কথা না বললেই নয়। কেননা মোটরবাইক এখন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে।
চার চাকা গাড়ি হোক অথবা মোটরবাইক, রাস্তায় নিয়ে বের হওয়ার সময় চালকদের ট্রাফিক নিয়ম (Traffic Rule) মেনেই যানবাহন চালাতে হয়। মোটরবাইক অথবা চারচাকা যানবাহন চালানোর ক্ষেত্রে একেবারে যে সকল সাধারণ নিয়ম রয়েছে সেগুলি হল, চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকা, মোটর বাইক চালকের মাথায় হেলমেট আর চার চাকা যানবাহন চালকদের যেন সিট বেল্ট লাগানো থাকে।
কিন্তু এই সকল সাধারণ নিয়মও বহু সময় অমান্য করতে দেখা যায় যানবাহন চালকদের। নিয়ম অমান্য করে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লে দিতে হয় জরিমানা। তবে অনেকের মধ্যেই প্রশ্ন, মোটর বাইক চালানোর সময় হেলমেট (Helmet wear traffic rule) না পরে থাকলে কতবার চালান কাটতে পারে পুলিশ? এছাড়াও প্রশ্ন সর্বাধিক কত টাকা জরিমানা দিতে হয়?
আরও পড়ুন ? হেলমেট না পরা, ধোঁয়া পরীক্ষা ফেল! জানুন কোন ট্রাফিক আইন অমান্যে কত জরিমানা
বর্তমানে ভারতে ট্রাফিক আইন নিয়ে যে নিয়ম জারি রয়েছে সেই নিয়ম অনুযায়ী একজন মোটরবাইক চালক বা আরোহী হেলমেট না পরে রাস্তায় বের হলে তার থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন, তিনি রাস্তায় বেরিয়ে একবার ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছেন আর তার হাতে চালান ধরিয়েছে মানে সারাদিন সে রেহাই পেয়ে যাবেন। কিন্তু তা নয়।
নিয়ম অনুযায়ী একজন বাইক চালক বা আরোহী হেলমেট ছাড়া প্রথমবার ধরা পড়ে এক হাজার টাকা জরিমানা দিলেও ফের তাকে ধরতে পারে ট্রাফিক পুলিশ। ফের তার থেকে জরিমানা আদায় করতে পারেন কর্তব্যরত ওই ট্রাফিক পুলিশ। যদিও একজন মোটরবাইক আরোহীর থেকে এইভাবে সর্বাধিক ২০০০ টাকা এবং দিনে দুবার জরিমানা করা যায়। এই নিয়ম এই কারণেই জারি করা হয়েছে, কেননা এই ধরনের ঘটনায় একেবারে সঙ্গে সঙ্গে ভুল সংশোধনের সুযোগ থাকে না।