একই ট্রাফিক নিয়ম বারবার ভাঙলে একদিনে কতবার জরিমানা দিতে হয়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পথ নিরাপত্তা এবং পথ চলতি মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে মোটর ভেহিকেল আইনে সংশোধন আনা হয়েছে। ২০১৯ সালে আনা এই সংশোধনী আইনে আগের তুলনায় নিয়ম ভঙ্গকারীদের জরিমানার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। তবে এর পাশাপাশি নিয়মভঙ্গকারীদের জরিমানা দেওয়ার ক্ষেত্রে সুবিধাও আনা হয়েছে।

Advertisements

নতুন নিয়ম অনুসারে জরিমানার পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি করার পাশাপাশি অনলাইনে অথবা স্পট ফাইন দেওয়ার মতো ব্যবস্থা আনা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তবে এর পাশাপাশি একটি প্রশ্ন বারবার জাগে, যদি কোন চালক একই নিয়ম একাধিকবার ভঙ্গ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে কতবার জরিমানা দিতে হবে?

Advertisements

কেন্দ্রের তরফ থেকে ২০১৯ সালে মোটর ভেহিকেল আইনে যে সংশোধন আনা হয়েছে তাতে দেশের বিভিন্ন রাজ্য ও শহরের আলাদা আলাদা শর্তের ভিত্তিতে নিয়মগুলি জারি করা হয়েছে। তবে তাহলেও কিছু কিছু নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে গোটা দেশে একই রকম জরিমানা এবং নিয়ম জারি রাখা হয়েছে।

Advertisements

নতুন নিয়ম অনুসারে একই নিয়ম ভঙ্গ করার জন্য দুবার বা তার বেশি জরিমানা করা যাবে না। তবে কোনো চালক যদি রাস্তায় দেওয়া স্পিড লিমিট না মেনে তার থেকে জোরে গাড়ি অথবা বাইক চালান তাহলে ওই চালক যতবার এই দোষ করবেন ততবার তাকে জরিমানার সম্মুখীন হতে হবে।

অন্যান্য নিয়ম ভঙ্গ যেমন হেলমেট না পরে বাইক চালানো ইত্যাদির ক্ষেত্রে দিনে একবারই জরিমানা দিতে হবে। তবে যদি জরিমানা রশিদ হারিয়ে যায় তাহলে পুনরায় আপনাকে জরিমানা দিতে হবে। এক্ষেত্রে জরিমানা থেকে বাঁচার জন্য পুরাতন রশিদ দেখাতে হবে। স্পিড লিমিট না মানা সহ বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলির ক্ষেত্রে বারবার জরিমানার সম্মুখীন হতে হয়। আবার হেলমেট না পরা ইত্যাদি বেশ কিছু নিয়মের ক্ষেত্রে দিনে একবার জরিমানা দিতে হয়।

Advertisements