নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar)। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং সরকারে প্রত্যাবর্তন করার পর প্রকল্পটি চালু করেন। অনেকেই মনে করেন, তৃণমূল সরকারের তৃতীয়বারের প্রত্যাবর্তনের পিছনে এই প্রকল্পের অপার মহিমা রয়েছে। এমনকি সাম্প্রতিককালে এই প্রকল্পের মতোই একাধিক প্রকল্প বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের নগদ টাকা দিয়ে থাকে। মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করার কারণ হিসাবে মহিলাদের হাত খরচ দেওয়ার যুক্তি দিয়েছিলেন। এই প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেন এবং প্রকল্পের জন্য উপযুক্ত যোগ্য হন তাদের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১ হাজার টাকা পান। এবার এই প্রকল্প নিয়ে নয়া ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়ে আসছে। তবে সেই সকল শর্ত যে খুব কঠিন শর্ত তা নয়। মূলত সরকারি কাজ কর্মের সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পান না। এছাড়াও যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে থাকেন তারাও এই প্রকল্পের সুবিধা পান না। পাশাপাশি এই প্রকল্পে নাম নথিভূক্ত করার ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর। এই ধরনের বেশ কিছু সাধারণ শর্ত আরোপ করা হয়েছে। এই সকল শর্ত মেনে এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রকল্পের আওতায় এসেছেন।
আরও পড়ুন ? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও নাম তোলা হয়নি! ডিসেম্বরে রয়েছে বড় সুযোগ! হাতছাড়া করলে পস্তাবেন
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি একাধিক বিষয় নিয়ে কথা বলেন এবং সেই সকল বিষয়ের মধ্যেই উঠে আসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গও। শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ উঠে তা নয়, এর পাশাপাশি তিনি এদিন এই প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে তুলে ধরেন। গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে গিয়েই তিনি জানান, একই পরিবারের কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।
এক পরিবারের কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তা নিয়ে একটি নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আলিপুরদুয়ারের সরকারি অনুষ্ঠানে সেই বিষয়টিকেই মনে পড়িয়ে দেন। তিনি নিয়ম সম্পর্কে মনে পড়িয়ে জানিয়ে দেন কোন ঊর্ধ্বসীমা নেই। অর্থাৎ এক পরিবারের যতজন মহিলা রয়েছেন ততজন মহিলা যদি এই প্রকল্পের শর্ত পূরণ করতে পারেন তাহলে সবাই প্রকল্পের টাকা পাবেন। একই পরিবারের সাতজন থাকলে সাতজনই টাকা পেতে পারেন যদি প্রত্যেকেই এই প্রকল্পের উপযুক্ত হন। এর পাশাপাশি যদি এই প্রকল্পে টাকা পেতে কোন অসুবিধা হয় তাহলে ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করার কথাও জানান।