Annual Income Tax: বছরে কত টাকা লেনদেন করলেই আসবে আয়কর নোটিশ, জেনে নিন প্রয়োজনীয় গাইডলাইন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Annual Income Tax: বর্তমান সময়ে বড় অঙ্কের লেনদেন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনি কি জানেন, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি লেনদেন করলেই আয়কর দপ্তরের নজরে পড়তে পারেন? সঠিক নিয়ম ও তথ্য জানা না থাকলে আয়কর দপ্তর থেকে নোটিশ (Annual Income Tax) আসার সম্ভাবনা বেড়ে যায়। তাই এই প্রতিবেদনটি আপনাকে জানাবে, কীভাবে সচেতন হয়ে বড় অঙ্কের লেনদেন করতে পারেন আয়কর সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য।

Advertisements

প্রথমেই জেনে রাখুন, সেভিংস অ্যাকাউন্ট থেকে বছরে ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করা হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই তথ্য আয়কর দপ্তরে পাঠিয়ে দেয়। এমনকি, এক দিনে যদি ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করেন, তাহলেও সেই লেনদেন আয়কর দপ্তরের নজরদারির আওতায় চলে আসে। আয়কর আইনের সেকশন ১১৪বি অনুযায়ী এটি একটি বাধ্যতামূলক নিয়ম। বড় লেনদেন করার আগে এই নিয়মগুলো (Annual Income Tax) মাথায় রাখা আবশ্যক।

Advertisements

দ্বিতীয়ত, ব্যাঙ্কে যদি এক দিনে ৫০,০০০ টাকার বেশি নগদ জমা করতে চান, তবে প্যান কার্ড বাধ্যতামূলক। প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ বা ৬১ জমা দিতে হবে। পাশাপাশি, মিউচুয়াল ফান্ড, শেয়ার, এবং ফিক্সড ডিপোজিটে বছরে ১০ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলেও সেই তথ্য ব্যাঙ্ক দ্বারা সরাসরি আয়কর দপ্তরের কাছে যায়। তাই এই ধরনের আর্থিক লেনদেন করার সময় প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে রাখা অত্যন্ত জরুরি।

Advertisements

আরও পড়ুন:RBI RulesRBI Rules: রাখা যাবে না একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, আরবিআই এর নির্দেশে দিতে হবে মোটা টাকা ফাইন

রিয়েল এস্টেট বা সম্পত্তি কেনার সময় ৩০ লক্ষ টাকার বেশি লেনদেন করলে সেটিও নজরদারির আওতায় আসে। তাছাড়া, গাড়ি কেনার ক্ষেত্রে নগদে বড় অঙ্কের অর্থ লেনদেন করলে তা আয়কর দপ্তরের রাডারে পড়তে বাধ্য। এই ধরনের লেনদেন করার আগে সব নথি গুছিয়ে রাখুন এবং প্রয়োজনে আয়কর দপ্তরকে অবহিত করুন।

সবশেষে, যদি আপনার বাড়িতে আয়কর নোটিশ (Annual Income Tax) আসে, তাহলে ঘাবড়ে না গিয়ে সঠিক তথ্য নিয়ে আয়কর দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। সবকিছু স্বচ্ছ ও নিয়মমাফিক হলে আপনার কোনো সমস্যা হবে না। তবে, লেনদেনের আগে প্রয়োজনীয় নিয়মগুলো ভালোভাবে বোঝা এবং প্রযোজ্য ক্ষেত্রে আয়কর পরামর্শদাতার সঙ্গে কথা বলা জরুরি। সঠিক পরিকল্পনা এবং সতর্কতার মাধ্যমে বড় অঙ্কের লেনদেনও সহজে এবং ঝামেলা ছাড়াই করা সম্ভব।

Advertisements