বাড়িতে নগদ রাখা থেকে নগদে লেনদেন, ১০ পরিবর্তন আনছে কেন্দ্র, না জানলে সমস্যা

আপনার যদি আপনার বাড়িতে বেশি করে নগদ (Cash) রাখার অভ্যাস থাকে তবে এটি আপনার অনেক ক্ষতি করতে পারে। যাঁরা ব্যবসায়ী, তাঁদের বাড়িতে নগদ রাখতে হয়। আবার কিছু লোকের কাছে প্রচুর নগদ টাকা থাকে এবং তারা তা তাদের বাড়িতে রাখে। কিন্তু কখনো যদি তারা ধরা পড়েন তাহলে সেই বিপদ থেকে বেরোনো মুশকিল হয়ে পড়বে। তাই বাড়িতে টাকা রাখার বিষয়ে আয়কর বিভাগ কী নিয়ম করেছে তা প্রত্যেকের জানা দরকার। কারণ ঘরে নির্দিষ্ট পরিমাণ নগদ রাখার উপর সীমা রয়েছে (How much cash can keep at Home) আয়কর দপ্তরের (IT Department)।

আয়কর বিভাগের (IT Department) নিয়ম অনুযায়ী, আপনার বাড়িতে নগদ রাখার সীমা আপনার জানা উচিত। আয়কর দপ্তরের (IT Department) সেই নিয়ম গুলো হল

১) একটি আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন করলে জরিমানা হতে পারে।

২) একবারে ৫০,০০০ টাকার বেশি নগদ জমা বা তোলার জন্য প্যান নম্বর দিতে হবে।

৩) যদি কোনও ব্যক্তি ১ বছরে ২০ লক্ষ টাকা নগদ জমা করেন, তবে তাকে প্যান (PAN) এবং আধার (Aadhaar) সম্পর্কে তথ্য দিতে হবে।

প্যান এবং আধার সম্পর্কে তথ্য না দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

৪) আপনি নগদে ২ লাখ টাকার বেশি কেনাকাটা করতে পারবেন না। ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা নগদে করা হলে প্যান এবং আধার কার্ডের একটি কপি দিতে হবে।

৫) নগদ ৩০ লক্ষ টাকার বেশি সম্পত্তি ক্রয়-বিক্রয়ের বিষয়ে তদন্তকারী সংস্থার রাডারে ব্যক্তি আসতে পারেন।

৬) ক্রেডিট-ডেবিট কার্ডে পেমেন্ট করার সময়, যদি কোনও ব্যক্তি একবারে ১ লক্ষ টাকার বেশি অর্থ প্রদান করে, তবে তদন্ত করা যেতে পারে।

৭) ১ দিনে আপনার আত্মীয়দের কাছ থেকে ২ লাখ টাকার বেশি নগদ নিতে পারবেন না। এটা ব্যাঙ্কের মাধ্যমে করতে হবে।

৮) নগদ অনুদানের সীমা নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা।

৯) কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কাছ থেকে নগদে ২০ হাজারের বেশি ঋণ নিতে পারবে না।

১০) ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকার বেশি নগদ তুলে নিলে আপনাকে TDS দিতে হবে।

এসব না জেনে টাকার লেনদেন করলে বা বাড়িতে রাখলে যেকোনো সময় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়তে পারেন। আর ধরা পড়লে নগদ অর্থের উৎস অবশ্যই জানাতে হবে। আপনি যদি সঠিক উপায়ে সেই অর্থ উপার্জন করে থাকেন তবে আপনার কাছে অবশ্যই এর সম্পূর্ণ নথি থাকতে হবে। এছাড়াও, যদি তার আয়কর রিটার্ন পূরণ করা হয়, তবে আপনার আতঙ্কিত হওয়ার দরকার নেই। সূত্র জানাতে না পারলে ইডি, সিবিআই-এর মতো বড় তদন্তকারী সংস্থা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (Central Board of Direct Taxes-CBDT) অনুসারে, আপনি যদি বাড়িতে রাখা টাকার উৎস বলতে না পারেন, তাহলে আপনাকে ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানাও দিতে হতে পারে।