How much does it cost RBI to issue a Bank Note: প্রতিদিন চলার জন্য আমরা যে নোট অথবা কারেন্সি ব্যবহার করে থাকি তা তৈরি করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কত খরচ হয় তার কোন ধারণা আমাদের নেই। যেকোনো ধরনের নোট ছাপার জন্য কেন্দ্রীয় সরকারকে ব্যয় করতে হয় প্রচুর অর্থ। ২০২১ সালের পর থেকে কাগজ এবং কালির দামে এসেছে বিরাট পরিবর্তন, আর মূল্য বৃদ্ধিকে উদ্দেশ্য করে দেশের নোট ছাপার খরচে বসেছে বিরাট ধরনের চমক। আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংককে ৫০০ টাকার নোটের থেকেও বেশি খরচ করতে হয় ২০০ টাকার নোট ছাপার জন্য। তাহলে ১০ টাকার নোট ছাপতে (Bank Note) কত খরচ হতে পারে আরবিআই এর?
আবার কেন্দ্রীয় সরকার তথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কুড়ি টাকার নোটের থেকেও দশ টাকার নোট (Bank Note) ছাপতে অনেক বেশি খরচ হয়ে থাকে। আমাদের দেশের চারটি প্রেসে কারেন্সি নোট ছাপা হয়ে থাকে। নোট ছাপতে আরবিআই এর যে পরিমাণ টাকা খরচ হয় তার থেকে অনেক বেশি খরচ হয়ে থাকে মুদ্রা তৈরির জন্য।
দেশের চারটি প্রেস কোথায় কোথায় আছে আপনারা আদৌ কি তা জানেন? না জানলে আজকের প্রতিবেদনটি বিস্তারিত ভাবে পড়তে হবে। চারটি প্রেসের মধ্যে দুটি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত এবং দুটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্তর্গত। আরবিআই-এর অন্তর্গত প্রেসগুলি মহীশূর এবং সালবনিতে অবস্থিত আর কেন্দ্রের প্রেসগুলি নাসিক এবং দেওয়াসে রয়েছে। বর্তমানে অবশ্য দেশের সবথেকে বড় নোট হলো ২০০০ টাকার। কিন্তু, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে এই নোট ছাপাচ্ছে না। তাই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে এই বড় নোট। দেশের বাজারে বর্তমানে ১০ টাকার নোটের (Bank Note) চাহিদা প্রচুর, তাই এই নোট ছাপাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভালো অংকের টাকা খরচ হচ্ছে।
আরও পড়ুন ? Indian Rupee Power: আমেরিকা নয়, বিশ্বের শক্তিশালী মুদ্রা এই দেশের, কত নম্বরে রয়েছে ভারত
মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, বিআরবিএনএমএল থেকে আরটিআই-এর মাধ্যমে যে তথ্য পাওয়া যায় সেটা অনুযায়ী ২০২১ থেকে ২০২২ অর্থবছরে ১০ টাকার এক হাজার নোট ছাপানোর জন্য আরবিআইকে খরচ করতে হয়েছিল মোট ৯৬০ টাকা। এর মানে হলো রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়াকে ১০ টাকার (Bank Note) একটি নোট ছাপাতে খরচ করতে হয়েছিল ৯৬ পয়সা। এক হাজার ২০ টাকার নোট ছাপানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে খরচ করতে হয় ৯৫০ টাকা। মানে নোট প্রতি ৯৫ পয়সা। কোনো একসময় রিজার্ভ ব্যাঙ্ককে ১০০০ টাকার ২০০টি নোট ছাপতে ২৩৭০ টাকা খরচ করতে হয়েছিল।
দেশীয় বাজারে ২০০ টাকার নোট কিন্তু খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি কি জানেন ২০০ টাকার নোট ছাপানোর তুলনায় RBI-কে ৫০০ টাকার নোট ছাপানোর জন্য অনেক কম খরচ করতে হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এক হাজার ৫০০ টাকার নোট ছাপতে খরচ হয় ২২৯০ টাকা।