Shah Rukh Khan: গাড়ি, বাড়ি, বাংলো! কি-না নেই, কত টাকার মালিক বলিউড বাদশা শাহরুখ খান

How much does Shah Rukh Khan get paid per film: সিনে প্রেমী মানুষদের কাছে শাহরুখ খান (Shah Rukh Khan) যেন এক আবেগ। বলিউডের বাদশা বলা হয় তাকে। নিজের অভিনয় দক্ষতা দিতে তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন দর্শকদের। যদিও পরপর হিট ছবি করার পর ২০১৩ সালে বক্স অফিসে ঝড় তোলা চেন্নাই এক্সপ্রেসের পরবর্তী তার অভিনীত বেশ কয়েকটি ছবি বলিউডে তেমন ভাবে আর চলেনি।

তবে তিনি যে বলিউডের বাদশা। তাই হ্যাপি নিউ ইয়ার, জিরোর মতো একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ার পর এবং কিছুদিন ছবির জগৎ থেকে বিরতি নেওয়ার পর অবশেষে ২০২৩ সালে পাঠান ছবিতে অভিনয় করেন তিনি। এবং বলাই বাহুল্য গত বছর তার অভিনীত এই পাঠান ছবিটি জয় করে নেয় সিনেমা প্রেমী মানুষদের মন।

সম্প্রতি পাঠান এবং জওয়ান, শাহরুখ খানের (Shah Rukh Khan) এই দুটি ছবি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে। ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত জওয়ান এবং পাঠান এই দুটি ছবিই বিশ্বে মোট ২০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। জানা যাচ্ছে এই ছবি গুলির জন্য বাদশা পারিশ্রমিক হিসেবে ধার্য করেছে প্রায় ২০০ কোটি টাকা। শুধু তাই নয়, এই পারিশ্রমিকের পাশাপাশি ছবিটির সাফল্যের ৬০% নাকি পেয়েছেন তিনি।

আরও পড়ুন 👉 IPL Auction 2024: লাভের বদলে লোকসান! এবার IPL-এ বড় ক্ষতি মণীশ থেকে শাহরুখ, ৫ ক্রিকেটারের

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা দের মধ্যে অন্যতম হলেন কিং খান (Shah Rukh Khan)। তিনি আবার ভারতের সর্বোচ্চ ধনী অভিনেতা। তাই তার বিলাসবহুল জীবন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন তার সমগ্র অনুরাগীরা। জানা গেছে শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ হলো প্রায় ৭৬০ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসাবে তার মোট সম্পদ এর পরিমাণ ৬৩০০ কোটি টাকারও বেশি। একাধিক বিলাসবহুল গাড়ি যেমন রোলস-রয়েস, বিএমডব্লিউ ৭-সিরিজ, বিএমডব্লিউ ৬-সিরিজ কনভার্টেবল, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার স্পোর্টও আছে তার কাছে।

বলিউডের বাদশা তার এক একটি ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক নেন ১০০ থেকে ১৫০ কোটি টাকা। মুম্বইয়ের মন্নত নামক বিলাসবহুল এক বাড়িতে বাস করেন শাহরুখ খান। মন্নত ছাড়াও লন্ডনে ও দুবাইতে অবস্থিত কিং খানের (Shah Rukh Khan) আরও দুটি বাংলো আছে। এছাড়াও রেড চিলিজ নামে একটি প্রোডাকশন হাউজ আছে তার এবং আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দলের মালিক হলেন কিং খান।