Income of Bong Guy: বং-গাই কিরণের ইউটিউব থেকে কত রোজগার! শুনলে লজ্জা পাবেন বড় বড় কোম্পানির সিইওরাও

How much does YouTuber Bong Guy earn monthly from YouTube: বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু মানুষ নিজেদের পরিচিতি গড়ে তুলতে পেরেছেন। যেমনটি পেরেছেন ইউটিউবার কিরণ দত্ত। লোকে অবশ্য তাঁকে ‘বং গাই’ বলেই বেশি জানে। তিনি কিন্তু একজন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় স্টার। কিরণ দত্ত নাকি কলেজে পড়তে পড়তেই ঠিক করে ফেলেছিলেন তিনি হবেন একজন সোশ্যাল মিডিয়া স্টার। তার সেই স্বপ্ন বর্তমানে সত্যি হয়েছে। আপনারা কি জানেন কেমন আয় করে এই জনপ্রিয় ইউটিউবারটি (Income of Bong Guy)?

প্রথমে নিজের ছোট্ট ফোন নিয়েই শুরু হয়েছিল কাজটা। শুরুটা কারোরই বিশেষ ভালো যায়না। মধ্যমিত্ত মানসিকতার পরিবার এই ব্যাপারটিকে সমর্থন করেনি। তারপর যখন ইউটিউব থেকে টাকা ঢুকতে শুরু করল, তাঁর মা নাকি বুঝেছিলেন, ছেলে ভুল পথে পা বাড়াচ্ছে না। কিরণ ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে ইউটিউব চ্যানেল করবে, এই কথা শুনে প্রথমে মা রাজি হননি। যেসময় কিরণ দত্ত ইউটিউব চ্যানেল খুলেছিলেন, বাঙালি ইউটিউবারের সংখ্যাও তেমন ছিল না। তবে নিজের চ্যানেলকে প্রতিষ্ঠিত করতে বহু পরিশ্রম করেছেন বং গাই। ধীরে ধীরে তাকে আর পিছন ফিরতেই হয়নি। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সাফল্যের পথে পা বাড়ান কিরণ দত্ত ওরফে ‘বং গাই’। আজকের প্রতিবেদনে জানতে পারবো কত আয় করেন তিনি (Income of Bong Guy)?

এরপর তার ফলোয়ার সংখ্যা দিন দিন যেনো বাড়তেই থাকে। ভিডিয়ো পোস্ট করা মাত্রই লক্ষ লক্ষ ভিউ হয়েছে তার। তারপর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ‘বং গাই’ কে সৌরভ গঙ্গোপাধ্যায় একটি রিয়েলিটি শোর মঞ্চে কথায় কথায় বলে বসেন, ঠিক কত টাকা আয় করেন তিনি (Income of Bong Guy)। আসলে সোশ্যাল মিডিয়া স্টাররা ঠিক কত টাকা আয় করেন সেটা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের কোন শেষ নেই। কিন্তু কিরণ দত্ত প্রকাশ্যে এই বিষয়ে কোনো আলোচনা করেননি। কারণ, সেটা নাকি বলা যায় না।

আরও পড়ুন 👉 Village of Youtubers: আজব এই গ্রাম, যেখানে ৩৩% মানুষই ইউটিউবার! আয় আবার লাখ লাখ টাকা

‘দাদা’ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় যখন লোকজনের কৌতুহল নিরসনের জন্য ‘বং গাই’-কে এই প্রশ্ন করেন, সরাসরি কোন উত্তর না দিলেও ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা অনুমানের ভিত্তিতে বলেন, মাস গেলে নিশ্চয়ই ভালো রোজগার হয়, প্রায় ১০-১২ লক্ষ! এর উত্তরে কিরণ দত্ত জানান, সেটা তিনি বলতে না পারলেও বুঝিয়ে দেন উল্লেখিত সংখ্যার কাছাকাছি তিনি রোজগার করেন (Income of Bong Guy) এবং তার রোজকার ভালই হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায় তার উত্তরে মজা করে বলেন, কিরণ একটা চাকরি দেবে? এই কথায় হেসে ফেলেন স্বয়ং বং গাই। তিনি বলেন, নিশ্চয়… আসলে সোশ্যাল মিডিয়াতে বং গাই কিরণ দত্তের অনুগামী কিন্তু লক্ষ লক্ষ নেটিজেন। মোট ৩৫ লক্ষ মানুষ তাঁকে অনুসরণ করেন। ৩৬ লক্ষ সাবস্ক্রাইবার তাঁর। সেই হিসাবে তার আয় ভালই হওয়া উচিত।