ট্রেনে এর থেকে বেশি মালপত্র নিয়ে চাপলেই জরিমানা, ঘোষণা ভারতীয় রেলের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা যে কোন ভারতীয় নাগরিকের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের কয়েক কোটি মানুষ এই রেল পরিষেবার ওপর নির্ভরশীল। প্রয়োজনে, ভ্রমণে অধিকাংশ মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে যাতায়াত করেন। তবে এই রেল পরিষেবা বহন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় ভারতীয় রেলের নিয়ম অনুসারে।

Advertisements

রেল পরিষেবা এত জনপ্রিয়তা লাভ করার কারণ হলো সস্তায় পরিষেবা। এই রেল পরিষেবার মাধ্যমে যাত্রীরা মাত্র ৫ টাকায় ২০ কিলোমিটার পর্যন্ত পথ যেতে পারেন। সেক্ষেত্রে অন্যান্য যানবাহনের ওপর নির্ভর হতে হলে এই খরচ অনেক গুন বেড়ে যায়। এছাড়াও মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রেল পরিষেবা অনেক সস্তা।

Advertisements

অন্যদিকে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে অবশ্যই থাকে লাগেজ। বিমানের ক্ষেত্রে এই লাগেজ বহন করার জন্য একটি নির্দিষ্ট সীমা রয়েছে। ট্রেনের ক্ষেত্রে লাগেজ বহন করার জন্য এক্ষেত্রে অনেকটা ছাড় থাকলেও যতখুশি লাগেজ বহন করলাম এমনটা নয়। এবার ভারতীয় রেলের তরফ থেকে সেটাই স্মরণ করিয়ে জানানো হয়েছে ঠিক কত পরিমাণ লাগেজ বহন করা যেতে পারে এবং তার থেকে বেশি হলে কি করতে হবে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, যাত্রীরা যেন মাত্রাতিরিক্ত লাগেজ বহন না করেন। যদি নির্দিষ্ট করে দেওয়া ওজনের তুলনায় বেশি লাগেজ হয়ে থাকে তাহলে যাত্রীদের লাগেজ সার্ভিস ব্যবহার করতে হবে। লাগেজ ভ্যানের মাধ্যমে যাত্রীদের সেই লাগেজ সার্ভিস দিয়ে থাকে ভারতীয় রেল। কোনো যাত্রী এই পরিষেবা নিতে চাইলে তাকে পার্সেল অফিসে যোগাযোগ করতে হবে। প্রতিটি বড় স্টেশনে এই পার্সেল অফিস রয়েছে।

লাগেজ বহন করার ক্ষেত্রে ভারতীয় রেলের যে নিয়ম রয়েছে তা হলো, যে কোন যাত্রী ৪০ থেকে ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিজেদের সঙ্গে বহন করতে পারবেন। যদি তার থেকে বেশি লাগেজ হয়ে থাকে তাহলে যাত্রীদের থেকে আলাদা চার্জ নেওয়া হতে পারে। স্লিপার ক্লাসে ৪০ কেজি, AC Tier-এ সর্বাধিক ৫০ কেজি এবং ফার্স্ট ক্লাস কোচে ৭০ কেজি লাগেজ বহন করতে পারেন যাত্রী। এর থেকে বেশি লাগেজ নিয়ে কোনো যাত্রী ট্রেনে ধরা পড়লে রেলের নিয়ম অনুসারে তাকে জরিমানা শিকার হতে হবে।

Advertisements