গত ২ দিন ধরে সতীশ কৌশিকের (Satish Kaushik) প্রয়াণে মন খারাপ বলিউডের (Bollywood)। বলিউডের এই প্রখ্যাত কমেডিয়ান তথা অভিনেতা মাত্র ৬৬ বছর বয়সে হৃদরোগের শিকার হয়ে প্রয়াত হয়েছেন। গত ৮ই মার্চ রাস্তায় গাড়ির মধ্যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সতীশ কৌশিক। জীবদ্দশায় তিনি কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। কিন্তু মারা যাবার আগে তিনি পরিবারের জন্য রেখে গেলেন কোটি টাকার সম্পত্তি।
দীর্ঘ বেশ কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সতীশ কৌশিক। ‘মিস্টার ইন্ডিয়া’ (Mister India) থেকে শুরু করে কাগজ, স্বর্গ, জামাই রাজা, সাজন চলে সাসুরাল, হাসিনা মান জায়েগি, দিবানা মাস্তানা, আ আব লট চলে, হল কর দি আপনে, মিস্টার এন্ড মিসেস খিলাড়ি, ভারত, বাগী ৩ এর মত ছবিতে কাজ করেছিলেন। এছাড়া একাধিক হিট ছবিতে অভিনয়ের পাশাপাশি বেশ কিছু ভালো ছবি পরিচালনার কাজও করেছেন তিনি।
কঠোর পরিশ্রম ও কাজের প্রতি শ্রদ্ধা ভাব সতীশ কৌশিককে এনে দিয়েছিল সফলতা। সেই সতীশ (Satish Kaushik Net Worth) তার স্ত্রী ও মেয়ে ভানসিকার আগামী দিনগুলোর জন্য রেখে গেলেন কয়েক কোটি টাকার সম্পত্তি। পরিমান শুনলে হয়তো চমকে যাবেন।
সূত্রের খবর, প্রায় তিন দশক বলিউডে দাপিয়ে কাজ করার পর পরিবারের জন্য ৪০ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন স্ত্রী ও মেয়ের জন্য। একাধিক রিপোর্ট অনুযায়ী ২০২৩-এ এখনও পর্যন্ত সতীশ কৌশিকের সম্পত্তির খতিয়ান প্রায় ৫০ কোটি। দীর্ঘ ৩৫ বছরের ফিল্মি কেরিয়ারে ১০০টির বেশি ছবিতে কাজ করেছেন সতীশ।
জানা যায় খুব সাধারণ ঘরের ছেলে ছিলেন সতীশ কৌশিক। ১৯৭৯ সালে দুচোখে স্বপ্ন নিয়ে মুম্বই আসেন তিনি। বলিউডে পা রাখার আগে একটি কাপড়ের মিলে কাজ করতেন এই অভিনেতা। সেখানে তাঁর মাসিক বেতন ছিল ৪০০ টাকা। সেখান থেকে যাত্রা শুরু করে বর্তমানে তিনি হয়ে উঠেছিলেন কয়েক কোটির মালিক। এরই সঙ্গে কয়েক কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন সতীশ। যা তার মৃত্যুর পরও বজায় থাকবে চিরদিন।