World Cup earning 2023: বিশ্বকাপের আয়োজন করতে ফুটছে কোটি কোটি টাকা! ভারতের লাভের অঙ্ক শুনলেও চমকে যাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

How much money will India earn from World Cup 2023: ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে বড় এবং জনপ্রিয় টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট আয়োজন করা একটি বিশাল খরচের ব্যাপার। তবে, আয়োজকদের আয়ও (World Cup earning 2023)বিপুল পরিমাণে হয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এর মূলপর্ব শুরু হতে বাকি মাত্র কয়েকটা দিন। বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজিত হবে ৫ অক্টোবর নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মধ্যে। ২০১১ সালের পর ভারত আবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে। ভারত প্রথমবার একাই বিশ্বকাপ আয়োজন করছে। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ BCCI-এর কাছে। আশা করা যাচ্ছে যে, এই টুর্নামেন্ট থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিপুল পরিমাণ অর্থ আয় করবে।

Advertisements

বিশ্বকাপ নিয়ে প্রত্যেকটি দেশের প্রস্তুতি প্রায় শেষের পথে। এবার সব থেকে বেশি স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলো। মোট ১২টা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হচ্ছে। ICC-র পক্ষ থেকে বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা করা হয় গিয়েছে যা হলো মোট ৮০ কোটি টাকা। যদি দল চ্যাম্পিয়ন নাওবা হয় তাহলেও শুধুমাত্র অংশগ্রহণ করলে পুরস্কার পাবে। এই অর্থের পাশাপাশি প্রত্যেকটি অংশগ্রহণকারী দলকে অতিরিক্ত অর্থ প্রদান করা হবে। ভারত বিশ্বকাপ আয়োজন করে ১২ হাজার ৩১৮ কোটি টাকা পাবে। ক্রিকেট অর্থনীতির ক্ষেত্রে এটি একটি বিরাট বড় সাফল্য। এ বছরের বিশ্বকাপে ভারতের আয় অনেক গুণ বৃদ্ধি পাবে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ প্রায় ২০টি প্রতিষ্ঠান স্পন্সরশিপের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই স্পন্সরশিপ থেকে বিসিসিআই প্রায় ৩০০ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে(World Cup earning 2023)।

Advertisements

অনেকেই হয়তো জানেন না বিশ্বকাপ থেকে আয়ের প্রধান উৎস হল সম্প্রচার স্বত্ব(World Cup earning 2023)। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করে আইসিসি প্রায় ৪,৪০০ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আয়োজকদের অংশীদারিত্ব প্রায় ১,০০০ কোটি টাকা। বিশ্বকাপের আয়ের আরেকটি উৎস হল টিকিট বিক্রি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোর টিকিট বিক্রি করে বিসিসিআই প্রায় ৫০০ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

এই বছরের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দল মোট ২ হাজার ৮৮৭ কোটি টাকা পাবে। অবশ্য অর্থ দুটো দলের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। ইংল্যান্ডকে দেওয়া হবে ৩ হাজার ৭২৭ কোটি টাকা। জানলে অবাক হবেন সব থেকে বেশি টাকা আয় করবে (World Cup earning 2023)ভারত এবং এদেশের আয়োজকরা আয় করবে বেশি। BCCI আয়োজক হওয়ায় চিন্তা যেমন বেশি তেমনই আয়ও বেশি। BCCI আর্থিক দিক থেকে ব্যাপকহারে লাভবান হবে এবং করের সমস্যা পেরিয়েও বড় অর্থ পাবে তারা।

অবশ্যই জেনে রাখুন এবছরের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৩৩ কোটি ১৮ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা দল পাবে ১৬ কোটি ৫৯ লাখ টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল পাবে ৬.৬৩ কোটি টাকা। গ্রুপ পর্যায়ে হেরে যাওয়া দলগুলিকে দেওয়া হবে ৩৩ লাখ ১৭ লাখ টাকা করে। গ্রুপ পর্যায়ে খেলা প্রতিটা দলকে দেওয়া হবে ৮২ লাখ ৯৪ হাজার টাকা করে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়ের দিক থেকে একটি বড় সাফল্য হবে বলে আশা করা হচ্ছে। এই টুর্নামেন্ট থেকে আয়োজক ভারত এবং আইসিসি-র সদস্য দেশগুলো বিপুল পরিমাণ অর্থ আয় করবে।

Advertisements