কেষ্টকে বাঁচাতে উকিলের পিছনে কত খরচ! হিসাব মেলাতে পারছেন না ইডি আধিকারিকরাও

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে সায়গাল হোসেনের পর গত বছর রাখি পূর্ণিমার দিন গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। একাধিকবার সিবিআই তলব এড়ানোর পর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান সিবিআই আধিকারিকরা। এই ঘটনার পর থেকেই অনুব্রত মণ্ডলের ঠাঁই হয়েছে আসানসোল বিশেষ সংশোধনাগারে।

তবে সেখান থেকে অনুব্রত মণ্ডলকে খুব তাড়াতাড়ি দিল্লি নিয়ে যাবেন ইডি আধিকারিকরা। কেষ্টর যাতে দিল্লি যাত্রা না হয় তার জন্য দেশের প্রথম সারির একাধিক আইনজীবীদের নামানো হয়। যে সকল আইনজীবীরা অনুব্রতর হয়ে মামলা লড়ছেন তাদের মধ্যে রয়েছেন অভিষেক মনু সিঙ্ঘভি, কপিল সিব্বল সহ দিল্লির দুই প্রসিদ্ধ অপরাধ মামলার আইনজীবী এন হরিহরণ এবং রমেশ গুপ্ত।

এছাড়াও কলকাতায় অনুব্রত মণ্ডলের হয়ে লড়াই করছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, প্রবীণ আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়রা। এই সকল আইনজীবীদের ফি এতটাই যে সাধারণ মানুষ তো দূরের কথা উচ্চবিত্তদের হাতের নাগালে আসেন না তারা। এসবের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অনুব্রতর আইনজীবীর পিছনে কত খরচ?

অনুব্রত মণ্ডলের আইনজীবীদের পিছনে ঠিক কত টাকা খরচ হচ্ছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে ওয়াকিবহাল মহল মনে করছেন, কেবলমাত্র আইনজীবীদের পিছনে ইতিমধ্যেই কোটি কোটি টাকা খরচ করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। এর পাশাপাশি প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলের উকিলের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই কোটি কোটি টাকার যোগান কোথায় থেকে আসছে? কে যোগান দিচ্ছেন উকিলের খরচ?

এসব প্রসঙ্গে ইডির এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, “গরু পাচার করে ঠিক কত টাকা অনুব্রত মণ্ডলের পকেটে ঢুকে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।” এর পাশাপাশি তিনি জানিয়েছেন, “গরু পাচার থেকে আসা টাকার সিংহভাগ টাকা উকিলের পিছনে খরচ করে দিচ্ছেন কিনা সেটাও বোধ হয় খতিয়ে দেখার দরকার।”