Ravichandran Ashwin Pension: ভারতীয় ক্রিকেটের ২২ গজের যুদ্ধে স্বর্ণময়ী কেরিয়ার কাটিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি তাঁর ক্রীড়া জীবনে যা সাফল্য পেয়েছেন তা হয়তো বহু ক্রিকেটারের স্বপ্ন। সম্প্রতি বর্ডার গভাস্কার ট্রফি খেলার সময় তৃতীয় ম্যাচ শেষে অবসর ঘোষণা করেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে আর দেখা যাবে না সকলের প্রিয় অ্যাশ-কে। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই কৃতি খেলোয়াড়।
ক্রিকেট দুনিয়ার সুনাম অর্জন থেকে শুরু করে আর্থিক উপার্জনও ছিল নজর কাঁড়া। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin Pension) তাবড় তাবড় ক্রিকেটার্সদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন নিজের বোলিং একশনের মাধ্যমে। তাই তাঁর অবসরের পর ভারতীয় ক্রিকেট অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন আসতে শুরু করেছে যে অশ্বিনের অবসরের পর কত টাকা পেনশন হিসেবে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় এই স্পিনার কত টাকা পেনশন পাবেন চলুন জেনে নিই।
২০২২ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ভারতীয় প্রাক্তন ক্রিকেটারদের পেনশন (Ravichandran Ashwin Pension) প্রকল্প বৃদ্ধি করা হয়েছে। এর আওতায় ২০০৩-০৪ সাল পর্যন্ত যারা টিম ইন্ডিয়ার হয়ে ২৫ থেকে ৪৯টি ম্যাচ খেলেছেন তাদের পেনশন ১৫০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০০ টাকা করে দেওয়া হয়েছে। অন্যদিকে যেসব ক্রিকেটার ২০০৩-০৪ সাল পর্যন্ত ৫০ থেকে ৭৪টি ম্যাচ খেলেছেন তাদের বেতন ২২,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৫,০০০ টাকা এবং করা ৭৫টির বেশী ম্যাচ খেলেছেন তাদের বেতন বেড়ে হয়েছে ৩০,০০০ থেকে ৫২,৫০০ টাকা।
আরও পড়ুন:Babar Ali: আর্থিক প্রতিকূলতাকে হারিয়ে স্বপ্ন ভারতের হয়ে খেলার, কে এই বাবর আলি
২০১৫ সালে একটি ঘোষণার মাধ্যমে BCCI জানায় যে ১৯৯৩ সালের ৩১শে ডিসেম্বরের আগে যেসব ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ক্রীড়া জীবন থেকে অবসর নিয়েছেন এবং ক্রীড়া জীবনে ২৫টির বেশী ম্যাচ খেলেছেন তাঁদের প্রত্যেককে মাসিক ৫০,০০০ টাকা পেনশন দেওয়া হবে। এবার সেই টাকার অঙ্ক বাড়িয়ে করা হয়েছে ৭০,০০০ টাকা।
রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin Pension) তাঁর ক্রীড়া জীবনে মোট ১০৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। আর সেই সংখ্যা অনুযায়ী BCCI থেকে তিনি ৫২,৫০০ টাকা প্রতিমাসে পেনশন পাবেন। তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। তবে অশ্বিনের পেনশন সম্পর্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটার বিনোদ কম্বলি। তিনি মোট ১৭টি টেস্ট ম্যাচ খেলেছেন আর পেনশন পান ৩০,০০০ টাকা।