নিজস্ব প্রতিবেদন : বয়স ৪৯ হলেও যেন বয়স বাড়ে না! এই তালিকায় যে সকল অভিনেত্রীরা রয়েছেন তাদের মধ্যে রচনা ব্যানার্জি (Rachana Banerjee) অন্যতম। দিদি নম্বর ১ এর মঞ্চ কাঁপানো রচনা ব্যানার্জিকে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এবার এই কৌতূহল আরও বেড়ে গেল যখন তাকে তৃণমূলের তরফ থেকে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হলো।
বাংলা সিনেমা ‘দান প্রতিদান’ এর হাত ধরে ১৯৯৩ সালে সিনে জগতে পা রাখলেও রচনা ব্যানার্জি কিন্তু কেবল বাংলা সিনেমায় নিজেকে আবদ্ধ করে রাখেন নি। তিনি বাংলা সিনেমার পাশাপাশি বলিউড, তেলেগু, তামিল, কানাড়া, ওড়িয়া সিনেমাতেও কাজ করেছেন। এমন একজন জনপ্রিয় অভিনেত্রীর ইনকাম (Income of Rachana Banerjee) কত তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল।
সিনে জগতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রাখার পর অবশ্য একসময় তিনি সিনে জগত ছেড়ে দেন। এরপর ২০১২ সাল থেকে তিনি দিদি নম্বর ওয়ান এর সঞ্চালিকা হিসাবে কাজ করছেন। জীবনে রোজগার করে কত টাকার সম্পত্তি করেছেন তা আগামী দিনে যখন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করার সময় হলফনামা জমা দেবেন তখন স্পষ্টভাবে বোঝা যাবে। তবে এর আগে কৌতুহল দিদি নম্বর ওয়ান এর এপিসোডের জন্য তিনি পারিশ্রমিক হিসাবে কত নেন?
আরও পড়ুন ? অভিনয়ের পাশাপাশি গানের গলাতেও সরস্বতী, রচনার গান শুনে মুগ্ধ শ্রোতারা
রচনা ব্যানার্জি দিদি নম্বর ওয়ান এর সঞ্চালিকা হিসাবে কাজ করার পাশাপাশি শাড়ির ব্যবসাও করেন। আবার বিভিন্ন ইভেন্টে ডাক পেলে সেখানেও ছুটে যান। মোটের উপর সব দিক দিয়ে দুহাত ভরে রোজগার করে থাকেন তিনি। তবে তিনি ঠিক কতটা রোজগার করেন তা এখন সঠিকভাবে জানা সম্ভব নয়। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
অন্যদিকে Google এ রচনা ব্যানার্জীর রোজগার সম্পর্কে সার্চ করা হলে যে সকল তথ্য উঠে আসছে তাতে কোথাও কোথাও বলা হচ্ছে, তিনি এপিসোড পিছু এক লক্ষ টাকা, আবার কোথাও কোথাও বলা হচ্ছে তিনি এপিসোড কিছু দু’লক্ষ টাকা আবার কেউ কেউ দাবি করছেন তিনি এক থেকে দুই লক্ষ টাকার মধ্যেই পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে তিনি ঠিক কত টাকা পারিশ্রমিক পান তার সত্যতা যাচাই করেনি BanglaXp।