How much salary did Uttam Kumar get for working on a movie: বাংলা চলচ্চিত্র জগতের ম্যাটেনি আইডল মহানায়ক উত্তম কুমার (Salary of Uttam Kumar)। তিনি অভিনয় জগতে আসার আগে এবং পরে বহু নায়ক তৈরি হয়েছে কিন্তু তাঁর জায়গা কেউ নিতে পারেননি। তিনি আজও প্রতিটা বাঙালির মনের মনিকোঠায় বিরাজ করেন। বহু নারী তাঁর জন্য আজও পাগল। মহানায়ক উত্তম কুমার কখনো জনসম্মুখে আসেনি। জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন অভিনয়ের জগতে নিজের দক্ষতা প্রকাশের মধ্য দিয়ে। কিন্তু তারপরও তার প্রেমে পাগল হয়ে বিবাহ করা থেকেও বিরত থেকেছেন বহু নারী।
মহানায়ক উত্তম কুমার অভিনয় জগতে পা রেখেছিলেন “দৃষ্টিদান” সিনেমায় শিশু শিল্পী হিসেবে। তিনিও কিন্তু শুরুতেই সাফল্যের চূড়া ছুঁয়ে ফেলেননি। তাঁকেও দেখতে হয়েছে অনেক কঠিন সময়। অভিনয় জীবনের শুরুর দিকে তার করা পরপর ৭ টি সিনেমা ফ্লপ হয়। এরপর নায়ক হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন “কামনা” ছবির মধ্যে দিয়ে। এর পরে মহানায়িকা সুচিত্রা সেনের সাথে “সাড়ে চুয়াত্তর”এ জুটি বাঁধতে দেখা যায় তাঁকে। সেই জুটি আজও সকলের প্রশংসা কুড়িয়ে চলেছে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা চলচ্চিত্র জগতকে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি।
অভিনয় জীবনের শুরুতে মহানায়ক উত্তম কুমারের বেতন (Salary of Uttam Kumar) ছিল মাত্র ১৩ টাকা ৫০ পয়সা। যদিও ৭০-৮০ বছর আগে ১৩ টাকা ৫০ পয়সার মূল্য ছিল অনেক। কামনা সিনেমায় নায়ক হিসাবে কাজ করার পর তার বেতন এক লাফে বেড়ে গিয়ে হয় ১৫০০ টাকা। বর্তমান অভিনেতাদের বেতনের কাছে বেতনটি খুব সামান্য মনে হচ্ছে তাই তো? কিন্তু ৭০-৮০ বছর আগে এই টাকার মূল্য ছিল অনেক।
আরও পড়ুন ? Assets of Raj Chakraborty: শুভশ্রীর বর রাজ কত টাকার মালিক! বিদ্যের দৌড় কতদূর!
উত্তম কুমার ধীরে ধীরে বাঙালির আবেগ, ম্যাটেনি আইডলে পরিণত হন। সিনেমায় অভিনয় করার জন্য তাকে যে কোন মূল্য দিতে রাজি হয়ে যান প্রযোজকরা। প্রত্যেক ছবি পিছু তিনি দাবি করতেন কমপক্ষে ২ থেকে ৩ লাখ টাকা। বর্তমান বাজারে যার মূল্য এক কোটি টাকার সমান। সেই বেতনই তাকে দিতেন প্রযোজকরা। এ নিয়ে কোন কথা বা আলোচনা কিছুই হতো না।
মনের অদম্য জেদ ও হার না মানা চেষ্টাই উত্তম কুমারকে সাফল্যের সেই চূড়ায় নিয়ে গিয়েছিল যেখানে পৌঁছানোর পর বিনা বাক্য ব্যয় যে কোন বেতন (Salary of Uttam Kumar) দিতেই প্রস্তুত ছিলেন প্রযোজকরা। তাঁর এই সাফল্যকে আজ পর্যন্ত কোন অভিনেতা ছুঁতে পারেননি। নায়কদের মধ্যে আজও তিনিই সেরা। তিনিই মহানায়ক।