পৃথিবীর এক অন্যতম দামী বাড়ি হল ‘অ্যান্টালিয়া’। যেটি দক্ষিণ মুম্বাইয়ের অল্টমাউন্ড রোডে অবস্থিত। চারলক্ষ বর্গফুটের ২৭ তলা এই ‘অ্যান্টালিয়া’ ভবন আসলে মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র। জানা গিয়েছে, এই ‘অ্যান্টালিয়া’ ভবন নাকি অন্যান্য বিলাসবহুল অন্দরসজ্জা হোটেলকেও হার মানিয়ে দেবে। এও জানা গিয়েছে যে, আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নামকরণ হিসেবে এই ভবনের নাম রাখা হয়েছে ‘অ্যান্টালিয়া’। সূত্র মারফত জানা গিয়েছে, এই বাড়ির নিরাপত্তা কর্মীর সংখ্যা প্রায় ৬০০ জন। তাদের বেতন শুনলে চোখ দাঁড়িয়ে যেতে বাধ্য হবে আপনারও।
আম্বানির এই বিলাসবহুল ভবনে তাদের সদস্য সহ নিরাপত্তা কর্মীরাও থাকে। এই ভবনে রান্নার কর্মী থেকে এই ভবনের দেখাশোনা করার কর্মী সবই রয়েছে। এছাড়া এই কর্মচারীদের মনোরঞ্জনের জন্য আম্বানি ২৭ তলার একটি তলা তাদেরকে ছেড়ে দিয়েছেন। এই কর্মচারীরা আম্বানির এই প্রাসাদকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখেন বলে জানা যায়।
এই ৬০০ কর্মচারী আম্বানিকে যেমন শ্রদ্ধা করে এবং ভালবাসে, তেমন আম্বনিও তাঁর এই কর্মচারীদের প্রতি খুবই যত্নশীল। এক সাক্ষাৎকারে আম্বানি জানিয়েছেন, তিনি এবং নিতু সিং এই নিরাপত্তা কর্মীদের জন্যই নিশ্চিন্তে থাকতে পারেন। না হলে তাঁরা সবকিছু নিজে হাতে সামলাতে পারতেন না।
এও জানা গিয়েছে, একসময় সেই পরিবারের ছোট ছেলে আকাশ আম্বানি এক কর্মচারীকে অসম্মান করেছিলেন। সেই খবর জানতে পেরে তিনি তাঁর ছেলের উপর খুব রাগারাগি করেছিলেন এবং সেই কর্মচারীর পা ছুঁইয়ে তাঁর ছেলেকে ক্ষমাও চাইয়ে ছিলেন।
আম্বানি তাঁর কর্মচারীদের কখনোই তাচ্ছিল্য করেননি। তিনি সবসময় তাদেরকে যত্নে রেখেছেন। কর্মচারীদের খাওয়া-দাওয়া থেকে সবকিছু দেখাশোনা করেন তিনি। যাতে তাদের অসুবিধা না হয়। আম্বানি পরিবারের খুঁটিনাটি সবকিছু জানতেই আগ্রহী থাকে নেটিজেনরা। সূত্র মারফত জানা গিয়েছে, আম্বানির এই কর্মচারীদের মাসিক বেতন প্রায় দু’লক্ষ টাকা। এছাড়া আম্বানি তাঁর কর্মচারীর ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ সহ সংসার খরচ চালায় বলেও জানা যায়।