Sana Ganguly: লন্ডনে চাকরি করে মাত্র ২২ বছর বয়সে সৌরভের মেয়ে সানা কত বেতন পান?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Sana Ganguly: লন্ডনে চাকরি করে মাত্র ২২ বছর বয়সে সৌরভের মেয়ে সানা কত বেতন পায়?সৌরভ গাঙ্গুলী নামটাই বাঙালির কাছে এক অন্য অনুভূতি। ব্যক্তি সৌরভ গাঙ্গুলী অথবা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে পছন্দ করেনা এমন বাঙালির সংখ্যা খুবই কম। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতার বুকে ঘটে যাওয়া আরজী করের মর্মান্তিক ঘটনা নিয়ে একটু বিতর্কের মধ্যে আছেন তিনি। ঘটনাটিকে তিনি ছুটকো ঘটনা বলায় শুরু হয় বিতর্ক। তার স্ত্রীর প্রতিবাদী মিছিলে হাঁটার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। যদিও তিনি মোমবাতি জ্বালিয়ে নিজের মতন করে প্রতিবাদ করেছেন সানা গাঙ্গুলী (Sana Ganguly)। শুধুমাত্র সৌরভ গাঙ্গুলীর মেয়ে হওয়ার কারণে সারা কলকাতা বাসীর কাছে সেও অত্যন্ত জনপ্রিয় এবং আদরের। কিছুদিন হল তার চাকরি পাবার খবর প্রকাশ্যে আসে। জানেন এই অল্প বয়সে কত টাকা বেতনের চাকরি পেয়েছে সে?

Advertisements

সানা গাঙ্গুলীর (Sana Ganguly) বয়স মাত্র ২২ বছর। আপাতত তিনি লন্ডন নিবাসী। সেখানেই পড়াশোনা শেষ করেছেন এবং সেখানেই চাকরিও করছেন। কিছুদিন আগেই তার চাকরি পাওয়ার খবরটি প্রকাশ্যে আসে। শেষ চার বছর ধরে তিনি লন্ডনে রয়েছেন। কলকাতায় লরেটো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি লন্ডনে চলে যান উচ্চশিক্ষার জন্য। সেখানকার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক হন। এরপর বেশ কয়েকটি নামিদামি জায়গায় ইন্টার্নশিপও করেছেন। বর্তমানে তিনি লন্ডনেই চাকুরীরতা।

Advertisements

২২ বছর বয়সী কলকাতাবাসীর আদরের মেয়ে চাকরি পেয়েছে ইনোভারভে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংস্থাটিতে কাজ করছেন প্রায় আট মাস ধরে। সৌরভ কন্যা (Sana Ganguly) হিসেবে শুধুমাত্র কলকাতা বাসীর কাছে আদরের না সে, তাকে বয়ে বেড়াতে হয় অনেক দায়িত্ব। খুব বেশি পরিচিত হয়ে যাওয়াটাও অনেক সময় বোঝা হয়ে দাঁড়ায়। দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলী নিজেই অনেকবার বলেছেন এই কথা। তিনি জানিয়েছেন তার মেয়ে সানা লন্ডনেই থাকতে চায়। কারণ, সেখানে সৌরভ কন্যা হওয়ার আলাদা করে বোঝা তাকে বইতে হয় না।

Advertisements

আরো পড়ুন: শালবনি পছন্দ নয়! এবার সৌরভের ইস্পাত কারখানা হবে অন্য জনপ্রিয় জায়গায়! বাড়ছে জল্পনা

এখন প্রশ্ন হলো সৌরভ কন্যা (Sana Ganguly) মাসিক কত টাকা আয় করেন? আপনি তার আয়ের পরিমাণ শুনলে অবাক হবেন। সানা গাঙ্গুলী ইনোভারভে কনসাল্টেন্ট পদে চাকরি করেন। বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যায় এই মুহূর্তে যুক্তরাজ্যের কনসালটেন্টদের বেতন ৪৯ হাজার ৬৪৭ পাউন্ড। কিন্তু ইনোভারভের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে তারা অন্যান্য সংস্থার তুলনায় বেশি বেতন দেয় তাদের কর্মীদের। সেই হিসেবে এই মুহূর্তে সানা গাঙ্গুলীর বেতন বার্ষিক ৫০ হাজার পাউন্ডের বেশি। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার বার্ষিক বেতনের পরিমাণ ৫৫ লক্ষ টাকারও বেশি।

অর্থাৎ এই মুহূর্তে মাসে সাড়ে চার লক্ষ টাকার বেশি বেতন পান সানা গাঙ্গুলী (Sana Ganguly)। যদিও এর আগেও ডেলোয়েটে ইন্টার্নশিপ করেছিলেন তিনি। সেই সময় তার বেতন ছিল মাসিক প্রায় দুই লক্ষ টাকা। কিছুদিন আগে কাজের সূত্রে কলকাতা এসেছেন তিনি। কলকাতার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বাবার মতো তিনিও জরিয়ে পড়েছেন বিতর্কে। কলকাতায় তিনি কতটা সুরক্ষিত? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন আমি কলকাতায় থাকি না কিন্তু এই শহরে আমি জন্মগ্রহণ করেছি। তাই এখানে কিছু হওয়া মানে সেটা আমি চিন্তাও করতে পারি না। কিন্তু এই কথা নিয়ে শুরু হয় ট্রোলিং।

Advertisements