Narendra Modi’s Salary: খুব কষ্টে কেটেছে ছোটবেলা! প্রধানমন্ত্রী হয়ে এখন মাসে মাসে কত টাকা পান নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কোন না কোন কারণেই সব সময় সংবাদের শিরোনামে থাকেন। এবার তিনি নতুন করে শিরোনামে এসেছেন ফের একবার চোখের জল ফেলে। মহারাষ্ট্রের গরিব নাগরিকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি বিতরণের সময় তাকে চোখে জল ফেলতে দেখা যায়। সেখানেই তার ছোটবেলা যে খুব কষ্টের সঙ্গে কেটেছে তা তিনি তুলে ধরেন।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় এখন বদলেছে। তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তার সময় বদলে ছিল। তারপর এখন আবার তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণে দেশের আর পাঁচটা মানুষের থেকে তিনি আলাদা। হাই প্রোফাইল ব্যক্তি হওয়ার কারণে সব সময় তিনি অন্যান্যদের থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন। তার অঙ্গুলি হেলনেয় চলে দেশের অন্তর থেকে শুরু করে বিদেশনীতি। এসবের মধ্যেই অনেকের মধ্যে প্রশ্ন কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি (Narendra Modi’s Salary)?

প্রধানমন্ত্রী কত টাকা বেতন পান তাতে আসার আগে তিনি কি কি সুবিধা পান চলুন দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী হওয়ার কারণে তিনি সরকারি বাসভবন পেয়ে থাকেন। এর জন্য তাকে কোন খরচ বহন করতে হয় না। প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা হল দিল্লির নতুন দিল্লির ৭ রেস কোর্স রোড। এছাড়াও তিনি অবসর গ্রহণের পর অন্যান্য সরকারি কর্মচারীদের মত পেনশন পাবেন। পেনশনের পরিমাণ কত হবে তা নির্ভর করবে কত বছর তিনি দেশের জন্য পরিষেবা দিচ্ছেন।

আরও পড়ুন 👉কত টাকার মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আগের তুলনায় সম্পত্তি বাড়ল না কমল

প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে কোন জায়গায় যাতায়াতের জন্য সরকারের তরফ থেকে গাড়ি পেয়ে থাকেন এবং যদি দূরে কোথাও যাত্রা করে থাকেন তাহলে বিমান পরিষেবা সহ অন্যান্য পরিষেবা পেয়ে থাকেন। এছাড়াও প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। নিয়মিত চেকআপের জন্য বাড়িতে ব্যবস্থা রয়েছে। এছাড়াও যখন তিনি বিদেশ সফরে যান তখন সবসময়ই তার সঙ্গে একজন চিকিৎসক নিয়োগ করা হয়। পাশাপাশি থাকে বিশেষ চিকিৎসা ব্যবস্থাও।

সরকারি যে তথ্য রয়েছে সেই তথ্য থেকে জানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ১৯ লক্ষ ২০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন। তার মাসিক বেতন হলো ১ লক্ষ ৬০ হাজার টাকা। তবে প্রধানমন্ত্রীর বেসিক পেয়ে হলো মাত্র ৫০ হাজার টাকা। এছাড়াও বাড়ি ও অফিস খরচ বাবদ তিনি প্রতি মাসে ৬০০০ টাকা পেয়ে থাকেন। অন্যদিকে প্রধানমন্ত্রী যেহেতু একজন নির্বাচিত সাংসদ তাই প্রতি মাসে ৩০০০ টাকা বাড়তি পান। পাশাপাশি বাইরে কোথাও গেলে তিনি প্রতিদিন ৩ হাজার টাকা পান।