How safe your money: ব্যাঙ্ক উঠে গেল আপনার টাকার কী হবে? কতটা সুরক্ষিত আপনার সঞ্চিত টাকা!

Prosun Kanti Das

Published on:

Advertisements

If bank license is cancelled, your money will be safe at all: মানুষের জীবনে ব্যাংকের গুরুত্ব অপরিসীম, কারণ নিজেদের কষ্ট করে উপার্জন করা টাকা তারা ব্যাংকের সঞ্চয় করে রাখে। কিন্তু যদি কখনো জানা যায় ব্যাংক উঠে যাচ্ছে তাহলে কি হবে? নিজেদের সবটুকু খুইয়ে সাধারণ জনগণ একেবারে পথে বসে যাবে। ভাববেন না এগুলো নিছকই গল্পকথা। আমেরিকায় সিলিকন ভ্যালি এবং সিগনেচার ব্যাঙ্কের পতন, মানুষের মনে নানা প্রশ্নকে জাগিয়ে তুলেছে। শুধু মার্কিন মূলকের জনগণই নয়, এদেশের সাধারণ মানুষও ব্যাংকে টাকা রাখা নিয়ে যথেষ্ট চিন্তিত। শুধু একটা প্রশ্নই তাদের মাথায় আসছে ব্যাংকে টাকা রাখা কি আদৌ সুরক্ষিত (How safe your money)?

Advertisements

আপনারা অনেকেই হয়তো জানেন যে, ভারতে রিজার্ভ ব্যাঙ্কের সহায়ক সংস্থা ডিআইসিজিসি বা ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। এই সংস্থাটি নির্ধারিত ব্যাঙ্কে যে ডিপোজিট খোলা হয় তাতে বিমা কভার দেয়। তবু সাধারণ মানুষের মনে যে চিন্তা দানা বেঁধেছে তা সত্যি ভয়ংকর, ব্যাংক উঠে গেলে তাদের কষ্ট করে উপার্জন করা টাকার কি হবে (How safe your money)?

Advertisements

এখন সব থেকে বড় প্রশ্ন হল এই বীমা কভার কোথায় এবং কোন ক্ষেত্রে পাওয়া যাবে? ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং কারেন্ট অ্যাকাউন্টে এই বিমা কভার পাওয়া যায় (How safe your money)। ধরুন যদি কোন কারনে ব্যাংক উঠে যায় কিংবা ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে গ্রাহক অবশ্যই পাঁচ লাখ টাকা বিমা পাবেন। ব্যাংক উঠে যাওয়ার আগে কিংবা দেউলিয়া হওয়ার আগে যদি আপনার একাউন্টে ১০ লাখ টাকা থাকে তাহলে আপনি ৫ লাখ টাকার বিমা পাবেন। কিন্তু হিসাব করলে দেখা যাবে আপনার ৫ লাখ টাকা চলে গেল।

Advertisements

বিভিন্ন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে, গ্রাহকদের সবসময় একাধিক ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, সেভিংস, রেকারিং বা অন্যান্য অ্যাকাউন্ট খোলা উচিত। কখনো একটি ব্যাংকে পাঁচ লাখের বেশি সঞ্চয় করবেন না। তাহলে বিভিন্ন ব্যাংকগুলো থেকে আপনি বিমার সুবিধা পেতে পারবেন। জানেন কি ডিআইসিজিসি কোন ব্যাঙ্কগুলতে বিমা করে? সমস্ত প্রকার বাণিজ্যিক ব্যাঙ্ক, ভারতে কাজ করা বিদেশি ব্যাঙ্কগুলির শাখা, স্থানীয় ব্যাঙ্ক, এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি ডিআইসিজিসি দ্বারা বিমাকৃত। ফলে গ্রাহকদের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে (How safe your money)।

এছাড়াও বিভিন্ন সমবায় ব্যাঙ্ক যেমন সমস্ত রাজ্য, কেন্দ্রীয় এবং প্রাথমিক সমবায় ব্যাঙ্কগুলি, যাদেরকে শহুরে সমবায় ব্যাংক বলে। এই ব্যাংকগুলো আসলে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কাজ করে এবং এর আইন সংশোধন করেছে স্থানীয় সমবায় সমিতি। অবশ্য বর্তমানে, সমস্ত সমবায় ব্যাঙ্কগুলি ডিআইসিজিসি-এর অধীনে। এদের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, প্রাথমিক সমবায় সমিতিগুলিকে কিন্তু ডিআইসিজিসি দ্বারা বিমা করা হয় না।

Advertisements