বন্ধ হয়ে যাবে ফেসবুকে খারাপ ভিডিও আসা! সামান্য বদল আনুন সেটিংসে

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে প্রায় অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন (Smart Phone)। স্মার্টফোনের ব্যবহার বাড়তেই পাল্লা দিয়ে বেড়েছে সোশ্যাল মিডিয়ার (Social Media) ব্যবহার। আবার সোশ্যাল মিডিয়ার ব্যবহারের তালিকায় সবার আগে রয়েছে ফেসবুক (Facebook)। কিন্তু সম্প্রতি ফেসবুক ব্যবহার করার সময় দেখা যাচ্ছে নানান ধরনের খারাপ ভিডিও সামনে উঠে আসছে। যে সকল ভিডিও রীতিমতো অস্বস্তি এবং লজ্জায় ফেলছেন বহু ব্যবহারকারীকে। এমন পরিস্থিতি থেকে বহু ব্যবহারকারই রয়েছেন রক্ষা পেতে। এর থেকে রক্ষা পাওয়ার উপায় রয়েছে আর রক্ষা মিলতে পারে কেবলমাত্র সেটিংসে কয়েকটি পরিবর্তন আনলেই।

ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করার পদ্ধতি : এর জন্য ব্যবহারকারীদের ফেসবুক অ্যাপ খুলতে হবে এবং সেখানে থাকা সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর বেছে নিতে হবে Settings & Privacy। এরপর আবার ক্লিক করতে হবে Settings অপশনটিতে। সেখানে ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে News Feed নামে আরও একটি অপশন রয়েছে।

এই পর্যন্ত আসার পর আপনাকে খুব মনোযোগ সহকারে পরবর্তী যে সেটিংসগুলি রয়েছে সেগুলি পরিবর্তন করতে হবে। সঠিকভাবে পরিবর্তন করা হলেই আপনার ফেসবুক অ্যাপের নিউজ ফিডে কোন ধরনের খারাপ অর্থাৎ উলটোপাল্টা ভিডিও আসবে না। এখনো পর্যন্ত যারা এই সকল পরিবর্তন করেছেন তারা ভালো ফল পেয়েছেন বলে জানিয়েছেন। সুতরাং পরবর্তী সেটিংসটি দেখে নেওয়া যাক এবং এই সেটিংস পরিবর্তন অন্যান্যদের মধ্যে শেয়ার করলে তারাও এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পাবেন।

News Feed সেটিংসে আসার পর দেখা যাবে ফেসবুকের তরফ থেকে একটি অপশন রাখা হয়েছে আর তার নাম হলো Reduce। এই অপশনের মাধ্যমেই আপনি কোন ধরনের কনটেন্ট দেখতে চান না তা বেছে নিতে পারেন। এই অপশনের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল স্বচ্ছ রাখার সুযোগ করে দেয়। চলুন দেখে নেওয়া যাক এরপর কি করতে হবে।

Reduce অপশনে ক্লিক করলেই আপনার সামনে তিনটি অপশন খুলে যাবে। ওই তিনটি অপশনের মধ্যে শেষ অপশন হল Sensitive Content। এখানে ক্লিক করলে দেখা যাবে Reduce (Default) এবং Reduce more নামে দুটি অপশন রয়েছে। এখন আপনি যদি আপনার নিউজ ফিডে খারাপ ভিডিও আসা বন্ধ করতে চান তাহলে Reduce more টি বেছে নিতে হবে।