নিজস্ব প্রতিবেদন : রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন একের পর এক প্রকল্পের উদ্বোধন করেন। এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল স্বাস্থ্য সাথী। এই স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়া হয়ে থাকে।
প্রথমদিকে এই স্বাস্থ্য সাথী প্রকল্প নির্দিষ্ট কিছু ব্যক্তিদের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। তবে পরে এই প্রকল্পকে সার্বজনীন করে দেওয়া হয়। এই প্রকল্প সার্বজনীন হয়ে ওঠার পর থেকে তা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা ক্ষেত্রে অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
স্বাস্থ্য সাথী প্রকল্প সার্বজনীন করে দেওয়ার পর এই প্রকল্পে নাম নথিভূক্ত করা হয় দুয়ারে সরকারে ক্যাম্পে। তবে বছরে দু থেকে তিনবার এই দুয়ারে সরকার ক্যাম্প হয়ে থাকে। সেই জায়গায় যদি কেউ এই স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভূক্ত করতে পারেননি, তাহলে তিনি কি করবেন? এর জন্য বিকল্প পথ খোলা রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
স্বাস্থ্য সাথী প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত না হয়ে থাকলে নাগরিকরা https://swasthyasathi.gov.in -এ গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে এই ওয়েবসাইটের একাধিক ক্যাটাগরির মধ্যে বেছে নিতে হবে Apply Online। সেখানে আরও একটি ক্যাটাগরি রয়েছে Form B for new registration under Swasthya Sathi। এতে ক্লিক করে একটি ফর্ম ডাউনলোড করা যাবে।
সেই ফর্ম ডাউনলোড করার পর তা ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় নথি হিসাবে দিতে হবে নিজের নাম, আধার কার্ডের নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর, খাদ্য সাথী কার্ডের নম্বর সহ অন্যান্য নথি। সাধারণত স্বাস্থ্য সাথী কার্ড পরিবারের মহিলা সদস্যের নামে হয়ে থাকে। তবে যদি কোন পরিবারের কোন মহিলা সদস্য না থাকেন তাহলে পুরুষ সদস্যের নামেও স্বাস্থ্যসাথী কার্ড হয়। এখন এই ফর্ম ফিলাপ করে নেওয়ার পর পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ফর্ম জমা করার সময় ফর্মের সঙ্গে দিতে হবে নথিপত্রের প্রতিলিপি।