নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েকটি দিন তারপরেই প্রজাতন্ত্র দিবস (Republic Day)। দেশজুড়ে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরই জমকালো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি আমরা টিভির পর্দায় চোখ রেখে দিল্লির রাজপথের কুচকাওয়াজ দেখে থাকি। তবে তা দেখার সময়ই দেখা যায় বহু দর্শকরা সেখানে বসেই কুচকাওয়াজ দেখেন। বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল, কিভাবে সশরীরে সেখানে উপস্থিত থাকার সুযোগ পাওয়া যায়।
দিল্লির রাজপথে সশরীরে উপস্থিত থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য খেলা অথবা সিনেমা দেখার মত টিকিটের ব্যবস্থা রয়েছে। যারা দিল্লির রাজপথে সশরীরে উপস্থিত থেকে কুচকাওয়াজ দেখতে চান তাদের আগাম সেই টিকিট সংগ্রহ করতে হয়। একসময় কেবলমাত্র অফলাইনে টিকিট দেওয়ার ব্যবস্থা থাকলেও এখন তা হয়েছে অনলাইনে। সুতরাং দিল্লির রাজপথে কুচকাওয়াজ দেখার জন্য বড় সুযোগ চলে এসেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছে।
দেশের যে সকল নাগরিকরা দিল্লির রাজপথে আয়োজিত কুচকাওয়াজ দেখতে চান তাদের আগাম টিকিট সংগ্রহ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আসন গ্রহণ করতে হবে। এর জন্য সকাল থেকে লাইন পড়ে যায়। সকাল ১০ টা থেকে প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয়। আর তার এক ঘন্টা আগে অর্থাৎ সকাল ন’টার মধ্যে দর্শনার্থীদের আসন গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হল কিভাবে অনলাইনে টিকিট পাওয়া যায়?
আরও পড়ুন ? বাইক, গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন! হতে পারে ৩ বছর জেল
অনলাইনে টিকিট সংগ্রহ করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের aamantran.mod.gov.in/login ওয়েবসাইটে লগইন করতে হবে। এই পেজটিতে গেলেই হোমপেজে Book Your Tickets Here নামে একটি অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে নিজেদের টিকিট বুকিং করতে হবে। এর পাশাপাশি সেখানেই আরও একটি অপশন রয়েছে Tickets Availability, যেখানে ক্লিক করে কতগুলি টিকিট বাকি রয়েছে তা দেখা যাবে। এই ওয়েবসাইটে মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য দিয়ে রেজিস্টার করে টিকিট বুকিং করতে হবে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য যেসব টিকিট রয়েছে তাদের খরচ, সংরক্ষিত টিকিটের জন্য ৫০০ টাকা। অসংরক্ষিত টিকিটের দু’রকম দাম রয়েছে। অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে এক ধরনের টিকিটের দাম হল ১০০ টাকা এবং আরেক ধরনের টিকিট রয়েছে যাদের দাম মাত্র ২০ টাকা। অনলাইন ছাড়াও অফলাইনেও টিকিট বুকিং করা যায়। সেক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে টিকিট বুকিং করতে হবে।