নিজস্ব প্রতিবেদন : চার চাকা হোক অথবা দু’চাকা, যেকোনো ধরনের গাড়ি চালানোর ক্ষেত্রে প্রয়োজন হয় চালকের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বিভিন্ন নথিপত্র। এগুলি থাকার পাশাপাশি জরুরি এই সকল কাগজপত্র সঠিক তথ্য থাকা। এ সকল তথ্যের কোন ভুল থাকলে সমস্যায় পড়তে হতে পারে চালককে।
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বহু সময় দেখা যায় বহু চালকের ঠিকানা এবং বয়সের সঠিক তথ্যের সঙ্গে কোন মিল নেই। এমন ঘটনা ঘটলে বিভিন্ন ভাবে সমস্যায় পড়তে পারেন ওই ড্রাইভিং লাইসেন্সের ভাগীদার। এই পরিস্থিতি থেকে নিজের ড্রাইভিং লাইসেন্স অনলাইনে সহজেই সংশোধন করে নেওয়া যেতে পারে।
ভারত সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে বর্তমানে mParivahan অ্যাপ এবং ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেখান থেকেই ড্রাইভিং লাইসেন্সের বিভিন্ন ভুল সংশোধন করা যায়। এই ধরনের সংশোধন করানোর জন্য লাইসেন্স প্রাপ্তদের parivahan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ড্রপডাউন করে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মেনু বেছে নিতে হবে।
এরপর রাজ্য বেছে নিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য বেছে নিতে হবে Apply for Change of Address বিকল্প। এখানে ড্রাইভিং লাইসেন্স, নম্বর জন্ম তারিখ এবং আরটিও বেছে নেওয়ার পর ঠিকানা পরিবর্তন করার অপশনটিতে টিক দিতে হবে।
স্থায়ী, বর্তমান উভয় ঠিকানা নির্বাচন এবং সুনিশ্চিত করার পর প্রসেসিং ফি দিতে হবে। এইভাবেই সহজ পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা ভুল থাকলে তা শুধরে নেওয়া যেতে পারে। আগে যেখানে এই ধরনের সংশোধন করার জন্য আরটিও অফিস দৌড়াতে হতো এখন তা আর করতে হবে না।