Holi Colouring Notes: হোলি-দোলে রঙ লাগা নোট নিয়ে চিন্তার দিন শেষ! এবার সহজেই যাবে বদলানো

নিজস্ব প্রতিবেদন : কোথাও দোল, আবার কোথাও হোলি! মোটের উপর রঙের উৎসবে দেশের সব কোনাতেই আপামর জনতাদের মেতে উঠতে দেখা যায়। ২৫ মার্চ অর্থাৎ সোমবার বাংলা সহ বিভিন্ন জায়গায় পালিত হয়েছে দোল। বাংলা ছাড়াও দেশের অন্যান্য জায়গাতে সোমবার থেকে হোলি পালন শুরু হয়েছে। কোন কোন জায়গায় এখনো রেশ কাটেনি।

অন্যদিকে দোল হোক অথবা হোলি, রঙের উৎসবে অনেক সময় দেখা যায় পকেটে থাকা পয়সায় রং (Holi Colouring Notes) লাগতে। রং লাগা সেই সকল টাকা পয়সা নিয়ে চিন্তার শেষ থাকে না সাধারণ মানুষদের। যখন রঙ লাগা সেই টাকা দোকানে দিতে যাওয়া হয় তখন দেখা যায় দোকানদাররা তা নিতে অস্বীকার করেন। এমন পরিস্থিতিতে কোথায় এই সকল নোট চালানো যাবে তা নিয়ে শুরু হয় চিন্তাভাবনা।

তবে রং লাগা নোট নিয়ে এবার চিন্তার দিন শেষ হলো। কেননা যাতে রং লাগানো নোট সহজেই বদলানো (Holi Colouring Notes Refund Rules) যেতে পারে তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার আগে থেকেই নিয়ম রয়েছে। সেই নিয়ম সম্পর্কে অনেকে না জানার কারণেই সাধারণ মানুষেরা এমন দুশ্চিন্তায় পড়েন। ঠেলে গুঁজে রং লাগা নোট চালানোর চেষ্টা চালানো হয়। কেউ কেউ আবার টাকার বিনিময়ে সেই সকল নোট অন্য কোন ব্যক্তিদের কাছে পাল্টে থাকেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি ভারতীয় মুদ্রা বা নোট রং লাগিয়ে বা অন্য কোন উপায়ে ক্ষতি করতে পারেন না। এক্ষেত্রে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে পরিগণিত হয়। তবে অনিচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে, কেউ টাকা নিতে অস্বীকার করতে পারেন না। সে ব্যবসায়ী হোক অথবা কোন ব্যাঙ্ক। কেননা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত যে সকল ক্লিন নোট পলিসি লাগু করেছে তাতে স্পষ্টভাবেই বলা হয়েছে, কোন ব্যক্তি কোনভাবেই কোন নোটকে নষ্ট বা বিকৃত করতে পারেন না।

আরও পড়ুন 👉 Bank Note: ১০, ২০ টাকার একটি নোট তৈরি করতে কত খরচ হয় RBI-এর! দেখে নিন হিসেব-নিকেশ

এক্ষেত্রে নোটে রং লেগে যাওয়া অথবা ভিজে যাওয়ার মতো ঘটনা ঘটলে সেগুলি শুকিয়ে বাজারে চালানো যেতে পারে। তবে যদি একান্তই বাজারে কেউ না নেন তাহলে নিকটবর্তী ব্যাংকে গিয়েও সেই সকল টাকা বদলানো যেতে পারে বা জমা করা যেতে পারে। অনিচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ কোনো রকম চার্জ নেবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটে থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আলাদা পদক্ষেপ নিতে পারে।

অন্যদিকে নোট যদি অক্ষত থাকে এবং রং লেগে যায় সে ক্ষেত্রে বদলানোর জন্য চার্জ না নেওয়া হলেও যদি নোটের কোন অংশ বাদ চলে যায় তাহলে তার উপর ক্যালকুলেশন করে ব্যাংকের তরফ থেকে কিছু টাকা বাদ দিয়ে ফেরত দেওয়া হয়। যেমন ২০০ টাকার নোটের ৭৮ বর্গ সেন্টিমিটার সুরক্ষিত থাকলে পুরো মূল্য, আর ৩৯ বর্গ সেন্টিমিটার সুরক্ষিত থাকলে অর্ধেক টাকা ফেরত পাওয়া যায়।