নিজস্ব প্রতিবেদন : মোবাইল ব্যবহারকারীদের কাছে নিজেদের ফোন যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সিম কার্ড। কারণ এই সিমকার্ড ছাড়া যেমন ব্যবহারকারীরা ফোন করতে পারবেন না বা ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করতে পারবেন না, তেমনি সুরক্ষার জন্য সিম কার্ডের গুরুত্ব অপরিসীম।
বর্তমানে সিম কার্ড নেওয়ার জন্য আধার কার্ড সহ অন্যান্য বিভিন্ন নথিপত্র প্রয়োজন হয় এবং একজন ব্যক্তির নামে সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে সর্বাধিক সীমা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু একসময় এইরকম কোন সীমাবদ্ধতা ছিল না। ফলে একজন ব্যক্তি নিজের নামেই অজস্র সিমকার্ড কিনেছেন অথবা দেখা গিয়েছে তার নামে জালিয়াতি করে অন্য কেউ সিম কার্ড কিনেছেন।
এরকম ঘটনা ঘটে থাকলে কোন অপরাধমূলক কাজ যদি ওই সিমকার্ড থেকে হয় তাহলে যার নামে সিমকার্ড রয়েছে তিনি আইনি গ্যাঁড়াকলে পড়তে পারেন। এরই পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া দরকার নিজের নামে কতগুলি সিম কার্ড রয়েছে এবং গোপনে কোথাও সেই সিম কার্ড চলছে কিনা। গোপনে কোথাও সিমকার্ড চলছে কিনা তা বোঝার সহজ উপায় রয়েছে।
এর জন্য টেলিকম দপ্তরের তরফ থেকে ব্যবস্থা আনা হয়েছে এবং তাদের তরফ থেকে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। যে ওয়েবসাইটটি হলো Telecom Analytics for Fraud Management and Consumer Protection এর পোর্টাল। এই পোর্টালে প্রবেশ করার জন্য গ্রাহকদের লগইন করতে হবে https://tafcop.dgtelecom.gov.in ওয়েবসাইটে।
সেখানে প্রবেশ করার পর নিজের মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে একটি otp আসবে। যেটি নির্দিষ্ট জায়গায় দিলে নতুন একটি পেজ খুলবে এবং সেখানে দেখিয়ে দেওয়া হবে আপনার আধার নম্বরের সঙ্গে সংযুক্ত রয়েছে কোন কোন মোবাইল নম্বর। ইতিমধ্যেই এই পরিষেবা দেশের বিভিন্ন রাজ্যে চালু হয়ে গিয়েছে। অফিসিয়ালি অন্ধ্রপ্রদেশ, কেরেলা, রাজস্থান, তেলেঙ্গানা, জম্মু-কাশ্মীর, মেঘালয়, ত্রিপুরা ইত্যাদি রাজ্যের নাম ঘোষণা থাকলেও পশ্চিমবঙ্গের বাসিন্দারাও তাদের তালিকা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে কোন নম্বর সম্বন্ধে অসংগতি থাকলে সেখানেই অভিযোগ জানানো যাবে।