নিজস্ব প্রতিবেদন : যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন অনেকেই ব্যক্তিগত যানবাহন নিয়ে রাস্তায় বের হন। যানবাহন নিয়ে রাস্তায় বের হওয়া এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে ট্র্যাফিক নিয়ম মেনে যাতায়াত করতে হয়। ট্র্যাফিক নিয়ম মেনে যাতায়াত করা হলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় অজান্তেই নিয়ম লঙ্ঘন হয়। আর এই সকল নিয়ম লঙ্ঘন হলেই মামলা করা হয় ট্র্যাফিক পুলিশের তরফ থেকে।
আগে যেমন ট্র্যাফিক পুলিশরা যানবাহন দাঁড় করিয়ে তাদের বিভিন্ন কেস দিয়ে থাকতেন এখন সেখানে পরিবর্তন এসেছে। এখন আর যানবাহন দাঁড় করিয়ে কেস দেওয়ার প্রয়োজন নেই। প্রযুক্তিগত দিক দিয়ে পরিবর্তন আসার ফলে ক্যামেরায় ওঠা ছবি দেখেই কেস দিয়ে থাকেন ট্র্যাফিক পুলিশরা। এইরকম ঘটনায় কিভাবে বোঝা যাবে আপনার নামে কোন ট্র্যাফিক মামলা রয়েছে কিনা!
নিজের নামে কোন ট্রাফিক কেস রয়েছে কিনা তা বোঝা যায় অনলাইনে। এর জন্য parivahan.gov.in/parivahan ওয়েবসাইটে যেতে হবে। সেখানে Other Products & Services নামে যে ক্যাটাগরি রয়েছে সেখানে থাকা eChallan System এবং তার মধ্যে থাকা More অপশনে ক্লিক করতে হবে।
এরপর নতুন একটি পেজ খুলবে আর সেই পেজে Get Challan Details নামে একটি অপশন দেখতে পাওয়া যাবে। এর মধ্যে আবার রয়েছে After getting challan details you can further go for online payment অপশন আর সেখানে ক্লিক করতে হবে। সেখানে আবার ‘Challan Number’, ‘Vehicle Number’ বা ‘DL Number’ তিনটি অপশন খুঁজে পাওয়া যাবে।
এই তিনটি অপশনের মধ্যে ‘Vehicle Number’ অপশনটি বেছে নিয়ে সেখানে নিজের গাড়ির নম্বর দিতে হবে। এছাড়াও ‘DL Number’ অপশন বেছে নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্স নম্বর দিলে বোঝা যাবে আপনার নামে কোনরকম ট্র্যাফিক কেস রয়েছে কিনা। যদি এক্ষেত্রে কোনরকম মামলা দেখা যায় তাহলে তার টাকাও আপনি এই ওয়েবসাইট থেকেই পেমেন্ট করতে পারবেন।