কত টাকা ফেরত পাবেন, অনলাইনে Income Tax refund দেখার পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নির্ধারিত ট্যাক্স বা কর জমা দেওয়ার পরও বাড়তি ট্যাক্স জমা দিলে আয়কর ফেরত বা রিটার্ন দাখিলের আবেদন করা যায়।‌ ITR প্ৰক্রিয়াকরণের ২০ থেকে ৪৫ দিনের মধ্যে আয়কর ফেরত বা রিটার্নের নির্দেশ জারি করা হয়। একবার ITR ফাইল জমা করা হলে এবং আয়কর ফেরত বা রিটার্নের দাবি করলে অনলাইনে দেখা যাবে আয়কর রিটার্ন বা ফেরতের তথ্য।

Advertisements

Advertisements

৩১ লাখেরও ওপর ITR ফাইল জমা পড়েছে ১০ জানুয়ারির মধ্য রাত পর্যন্ত। এক ঘন্টাতেই ২ লাখের ওপর ITR ফাইল জমা পড়ার রেকর্ড গড়েছে। আয়কর দপ্তর সূত্রের খবর, ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৬ টা পর্যন্ত
১৭,৯৭,৬২৫ ITR ফাইল জমা পড়েছে এবং আয়কর ফেরতের ফাইল জমা পড়েছে ২,৩৯,০১৩।

Advertisements

ইনকাম ট্যাক্স রিফান্ড বা আয়কর ফেরত হচ্ছে একটি ব্যাঙ্কিং পদ্ধতি, যেখানে চলতি অর্থবছরে আয়কর দপ্তর বাড়তি জমা পড়া ট্যাক্স বা আয়কর ফিরিয়ে দেয়। এই বাড়তি আয়কর ফেরতের দাবি করা যায় ইনকাম ট্যাক্স আইন ১৯৬১ এর ২৩৭ ধারায়।

NSLD website ITR স্ট্যাটাস দেখার পদ্ধতি

১. NSLD website-এ গিয়ে আয়কর রিটার্ন বা ফেরতের হিসাব ও বাকি তথ্য পাওয়া যেতে পারে।

২. ভর্তি করতে হবে PAN কার্ড, আধার কার্ড ও অ্যাসেসমেন্ট ইয়ার বা বছরের তথ্য। তথ্য জমা দেওয়ার পর ক্লিক করতে হবে ‘ proceed’।

ইনকাম ট্যাক্স রিফান্ড বা আয়কর ফেরতের তথ্য বা স্ট্যাটাস পাওয়া যাবে।

ই-ফাইল পোর্টালে ITR স্ট্যাটাস দেখার পদ্ধতি

১. ইনকাম ট্যাক্স দপ্তরের ই-ফাইল পোর্টালে লগ ইন করতে হবে।

২. তারপর সিলেক্ট করতে হবে ভিউ রিটার্নস অথবা ফর্ম অপশন।

৩. এরপর যেতে হবে ‘My account’ tab-এ এবং select ‘Income Tax Returns’ করতে হবে। করা হলে submit করতে হবে শেষে।

৪. এরপর প্রয়োজন হবে acknowledgement number বা সংখ্যার।

এরপরই ইনকাম ট্যাক্স রিফান্ড বা আয়কর জমার স্ট্যাটাস দেখা যাবে।

যদি রিফান্ড প্ৰক্রিয়া শুরু হয়, আয়কর দপ্তরের তরফ থেকে ম্যাসেজ আসবে রিফান্ড ক্লেম করা ব্যক্তির কাছে।

Advertisements