‘My Jio’ অ্যাপ ছাড়াই Jio র ব্যালান্স, ভ্যালিডিটি ও নেট দেখার উপায়

নিজস্ব প্রতিবেদন : সস্তায় ডেটা ও ভয়েস কলের সুবিধা দেওয়ার কারনেই আজ ভারতের এক নম্বর টেলিকম সার্ভিসে পরিণত হয়েছে জিও।তবে গত অক্টোবর মাস থেকে IUC প্যাক চালু হওয়ায় দাম বেড়েছে ভয়েস কলের। জিও গ্রাহকরা কোনো প্ল্যানে রিচার্জ করলে তার ভ্যালিডিটি ও ব্যালান্স জানতে সাধারনত ‘মাই জিও” অ্যাপলিকেশনটি ব্যবহার করেন, কিন্তু কেউ যদি সেটা না পারেন তবে অন্য কোন পদ্ধতিতে আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন, কিভাবে সেটাই জেনে নিন।

মোবাইলে ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে অনেকেই মোবাইলে আলাদা করে অ্যাপ রাখতে চান না। তাহলে তারা ব্যালান্স, ভ্যালিডিটি বা অন্যান্য বিষয়গুলি কিভাবে দেখবেন? এর জন্য রয়েছে খুবই সহজ একটি পদ্ধতি। নিজের মোবাইল থেকেই ডায়াল করুন ১২৯৯, ব্যাস এতেই কামাল।

এই নাম্বারে ডায়াল করার পর আপনার মোবাইলে একটি টেক্সট মেসেজ আসবে। যেখানে কি কি থাকবে জানেন? যেখানে থাকবে আপনার মোবাইল নাম্বার, আপনার মোবাইলে কি প্ল্যান চলছে বা নেই তা। কোন প্ল্যান চলে তার ভ্যালিডিটি কতদিন আছে, প্রতিদিনের নেটের পরিমাণ কতটা বেঁচে আছে, ব্যালেন্স কতটা আছে অথবা IUC কলের জন্য আর কত মিনিট বেঁচে রয়েছে। সব আপনাকে জানিয়ে দেবে।

এছাড়াও ১৯৯১ নাম্বারে কল করেও আপনি IVR অপশন ফলো করে জানতে পারবেন আপনার মোবাইলের ব্যালেন্স, ভ্যালিডিটি এবং দৈনিক নেটের পরিমাণ। এই নাম্বারে কল করেই আপনি মাই জিও অ্যাপ ছাড়া পরবর্তী কোন প্ল্যান এক্টিভ করতেও পারবেন।