SSY Statements Check: টাকা ঠিকঠাক জমা হলো তো, কিভাবে অনলাইনে দেখবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার স্টেটমেন্ট

Prosun Kanti Das

Published on:

Advertisements

SSY Statements Check: সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের অল্প পরিমাণ বিনিয়োগে মোটা টাকা রিটার্নের জন্য বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয়ী প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। তার মধ্যে অন্যতম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। যেখানে বছর প্রতি একটি অ্যামাউন্ট বিনিয়োগ করে শিশুর পিতা-মাতারা। অপরদিকে সেই বিনিয়োগের উপর সুদ প্রদান করে সরকার। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে এই অ্যাকাউন্টে (SSY Statements Check) টাকা ঠিকঠাক জমা পড়ছে কিনা তা কিভাবে জানবেন? এই প্রবন্ধে সেই বিষয়েই অনলাইনে কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্টেটমেন্ট দেখা যায় তারই পদ্ধতি জানানো হয়েছে। তাই জানতা আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Advertisements

পোস্ট অফিস কিংবা ব্যাঙ্ক উভয়ের জায়গাতেই এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট ওপেন করা যায়। তবে অ্যাকাউন্ট ওপেন করার পর উভয় প্রতিষ্ঠান থেকেই গ্রাহকদের পাসবুক দেওয়া হয়। অফলাইনে সেই পাসবুক আপডেট করেই ব্যালেন্স চেক (SSY Statements Check) করা যায়। কিন্তু অনলাইনে এই ক্ষুদ্র সঞ্চয়ী প্রকল্পের ব্যালেন্স কিভাবে দেখা যায় নিম্নে তার পদ্ধতি দেওয়া হইলো।

Advertisements
ব্যাঙ্কিং পদ্ধতি

উল্লেখ্য বিষয় ব্যাঙ্ক এবং পোস্ট অফিস উভয় জায়গায় SSY অ্যাকাউন্ট খোলা গেলেও ব্যালেন্স চেক করার পদ্ধতি উভয় জায়গায় ভিন্ন ভিন্ন। যেমন কোনো ব্যক্তির যদি ব্যাঙ্কে SSY অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে প্রথমে অনলাইনে ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে সাইন ইন করতে হবে। তারপর এই হোমপেজের ড্যাশবোর্ডে SSY অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখা যাবে।

Advertisements
পোস্ট অফিস পদ্ধতি

আরও পড়ুন : Small Savings Interest Rate: সুকন্যা যোজনা থেকে PPF, মধ্যবিত্তদের খুশি করতে দিন কয়েকের মধ্যেই হতে পারে বড় ঘোষণা

পোস্ট অফিসের এসএসওয়াই অ্যাকাউন্টের অনলাইন স্টেটমেন্ট চেকিংয়ের ক্ষেত্রে প্রথমে গুগল সার্চ বারে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/ এটি ওপেন করতে হবে। এরপর এই ওয়েবসাইটে অ্যাকাউন্টের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ওয়েবসাইটে আসন্ন পদক্ষেপগুলি একের পর এক অনুসরণ করে শেষ পর্যায়ে দেখা যাবে SSY অ্যাকাউন্টের স্টেটমেন্ট।

প্রসঙ্গত, সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY Statements Check) একটি ক্ষুদ্র সঞ্চয়ী করমুক্ত প্রকল্প। যে প্রকল্পে বিশেষত কন্যা জন্ম দেওয়া শিশুর পিতা-মাতারাই বিনিয়োগ করতে পারবেন। মূলত কন্যা শিশুদের পড়াশুনা এবং বিবাহের সহায়তা করার জন্যই এই প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। যে প্রকল্পে ১০ বছরের কম বয়সী শিশুদের নামে শিশুর পিতা-মাতারা অ্যাকাউন্ট খুলতে পারবে। যার মেয়াদ ২১ বছর। সেই ২১ বছরের মধ্যে ১৫ বছর বিনিয়োগ করবেন অভিভাবকরা। বাকি ৬ বছর সেই বিনিয়োগ করা অর্থ এবং সুদের উপর সুদ প্রদান করবে সরকার। বছর প্রতি সর্বনিম্ন ২৫০ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত এই অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারবেন অভিভাবকরা। এই প্রকল্পের অ্যাকাউন্টে অ্যামাউন্টের উপর ৭.৬% হারে সুদ প্রদান করে সরকার। যা অত্যন্ত নিরাপদ গ্যারান্টি যুক্ত প্রকল্প। যে প্রকল্পে মেয়াদ শেষে সুদ সমেত আসল রিটার্ন দেওয়া হয় শিশুর অভিভাবককে।

Advertisements