PM-Kisan Yojona: কেন্দ্রীয় সরকার বরাবর দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে একাধিক প্রকল্প নিয়ে এসেছে। যার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। ভারতের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-Kisan Yojona)। ২০১৯ সালের ২৪ শে ফেব্রুয়ারি এই প্রকল্প চালু হয়েছিল এবং এর অধীনে কৃষকেরা বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা লাভ করেছিল। এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়।
জনস্বার্থে অক্টোবর মাসের ৫ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ওয়াশিম থেকে এই স্কিমের (PM-Kisan Yojona)১৮তম কিস্তি প্রকাশ করেছিলেন। ১৮তম কিস্তির পরে কৃষকেরা অধির আগ্রহে অপেক্ষা করছে আগামী কিস্তির জন্য। কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৯ তম কিস্তির টাকা আসবে এখন সেটাই অপেক্ষা। যদি আমরা মধ্যপ্রদেশ রাজ্যের কথা বলি, রাজ্যের ৮১ লাখেরও বেশি কৃষকের কাছে ১৬৮২.৯ কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে ।
কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে জমা হতে থাকে প্রতিটি কিস্তির টাকা। টাকা জমা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে না কৃষকদের। তারা সময়মত প্রধানমন্ত্রী কিষান যোজনার সমস্ত টাকাই পেয়ে যাবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (প্রধানমন্ত্রী কিষাণ) স্কিমের (PM-Kisan Yojona) ১৯ তম কিস্তির সম্ভাব্য তারিখটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে হয়তো এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
দেশের কৃষকদের অ্যাকাউন্টে এই স্কিমের (PM-Kisan Yojona) টাকা ঢোকে প্রতি চার মাসে। তাই আশা করা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসেই হয়তো প্রকাশিত হবে ১৯ তম কিস্তি। কৃষক ভাইদের সময় সময় পিএম কিষাণ পোর্টালে গিয়ে তাঁদের অর্থপ্রদানের অবস্থা এবং সুবিধাভোগী তালিকা চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। কিস্তি সম্পর্কে সঠিক সময় তথ্য পাওয়া একান্ত প্রয়োজনীয়।
আরও পড়ুন:Ayushman Bharat Card: আপনি কি আয়ুষ্মান কার্ড তৈরি করিয়েছেন! প্রয়োজন এই সমস্ত নথিপত্রগুলি
কিভাবে চেক করবেন আপনার কিস্তির টাকা ঢুকেছে কিনা?
পিএম কিষাণ যোজনার (PM-Kisan Yojona) অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপর “ফার্মার্স কর্নার” এ ক্লিক করুন। এরপর ক্লিক করতে হবে “বেনিফিশিয়ারি স্ট্যাটাস” বা “বেনিফিশিয়ারি লিস্ট” এ।আপনার বিবরণ লিখুন এবং কিস্তির স্ট্যাটাস চেক করুন.
কাদের কিস্তি আসবেনা বলে মনে হচ্ছে?
অনেক সময় দেখা যায় যে, PM কিষাণ যোজনার অধীনে আপনার কিস্তি বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। কিছু বিশেষ কারণে এই কিস্তি বন্ধ হয়ে যেতে পারে।
- আধার যাচাইকরণে ত্রুটি: আধার নম্বর যদি স্কিমের সঙ্গে ঠিক ভাবে লিঙ্ক করানো না থাকে তাহলে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি যদি আধার বিবরণে কোনও ত্রুটি থাকে তবে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে।
- ইকেওয়াইসি সম্পূর্ণ না হওয়া: পিএম কিষাণ যোজনার অধীনে ইকেওয়াইসি করা একান্ত প্রয়োজনীয়। যদি সময়মতো eKYC না করে থাকেন, তাহলে কিস্তি রিলিজ করা হবে না।
- জমির রেকর্ডে সমস্যা: এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারী কে অবশ্যই জমির রেকর্ড সঠিক রাখতে হবে। যদি জমির রেকর্ডে কোন সমস্যা থাকে তাহলে এই কিস্তির টাকা পাওয়া সম্ভব নয়।
কিস্তির স্ট্যাটাস চেক করার পদ্ধতি
এর জন্য প্রথমে যেতে হবে পিএম কিষাণ পোর্টালে। তারপর “ফার্মার্স কর্নার” বিভাগে যান এবং “বেনিফিশিয়ারি স্ট্যাটাস” এ ক্লিক করুন। এভাবে চেক করতে পারবেন কিস্তির স্ট্যাটাস।