নিজস্ব প্রতিবেদন : বর্তমানে যে কোন ভারতীয় নাগরিকের কাছেই রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেশন কার্ড দেশজুড়ে করোনা সংক্রমণ এবং লকডাউন চলাকালীন বিশেষভাবে আমজনতার সহায়ক হয়ে ওঠে। কারণেই রেশন কার্ডের মধ্য দিয়েই দেশের মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পান।
রেশন কার্ডের এই গুরুত্বের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার যে কোন ধরনের কারচুপি রুখে দেওয়ার জন্য আধার লিঙ্ক শুরু করে। তবে অনেকেই হয় পরে আধার লিঙ্ক করিয়েছেন অথবা এখনো সময় পাননি। সেক্ষেত্রে তারা দ্বিধায় রয়েছেন তাদের নাম রেশন কার্ডের তালিকা রয়েছে তো?
রেশন কার্ডের তালিকা নিজেদের নাম রয়েছে কিনা তা সহজেই দেখে নেওয়া যায়। এর জন্য কোন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। অনলাইনে নিজেদের স্মার্টফোন থেকেই খুব সহজে এই তালিকা দেখে নিতে পারবেন যে কোন উপভোক্তা।
রেশন তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা দেখে নেওয়ার জন্য https://nfsa.gov.in/Default.aspx ওয়েবসাইটে যেতে হবে। সেখানে Ration Cards অপশনে ক্লিক করার পর বেছে নিতে হবে Ration Card Details on State Portals অপশনটি। সেখানে বিভিন্ন রাজ্যের নাম রয়েছে। সেই তালিকা থেকে নিজের রাজ্যের নামের উপর ক্লিক করলে অন্য একটি ওয়েবসাইট খুলে যাবে।
এরপর আপনার বেছে নেওয়া রাজ্যের বিভিন্ন জেলার নাম আপনার মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করা যাবে। সেখান থেকে বেছে নিতে হবে আপনার জেলা। জেলার নামের উপর ক্লিক করলেই লক্ষ্য করা যাবে আপনার জেলার বিভিন্ন ব্লকের নাম। সেখানে আপনার ব্লকের নামের উপর ক্লিক করতে হবে। এরপরেই লক্ষ্য করা যাবে বিভিন্ন রেশন ডিলারদের নাম। সেক্ষেত্রে আপনি যে রেশন ডিলারের থেকে খাদ্য সামগ্রী পান অথবা যে রেশন ডিলারের আওতায় নাম নথিভুক্ত করেছেন তার নামের উপর ক্লিক করতে হবে।
সেখানে ক্লিক করলেই আপনার সামনে খুলে যাবে ওই রেশন ডিলারের আওতায় থাকা উপভোক্তদের নাম। সেই তালিকা থেকেই আপনি দেখে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। এছাড়াও আপনি ইচ্ছে করলে এই লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন।