Life Insurance of India: মেয়াদ পেরিয়ে গেলে কিভাবে করবেন LIC-র টাকা দাবি , জেনে নিন বিস্তারিত নিয়ম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Life Insurance of India: লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশন হল ভারতের এমন একটি বিমা সংস্থা যার ওপর দেশের অধিকাংশ মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। তবে এর বিশেষ কিছু পলিসি সম্পর্কে গ্রাহকদের বিস্তারিতভাবে জেনে নেওয়া প্রয়োজন। এমন অনেকেই আছেন যারা পলিসির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা ক্লেম করেন না। এমন ঘটনার ক্ষেত্রে আদৌ কি গ্রাহক সেই টাকা ফেরত পায়? জানেন কি কতদিন পর্যন্ত কোনো গ্রাহকের টাকা রেখে দিতে পারে লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশন? নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে টাকা না পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।

Advertisements

চলতি আর্থিক বছরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance of India) এমন ইন্স্যুরেন্স পলিসির পরিমাণের কথা উল্লেখ করেছে যাদের কেউ দাবি করেনি। LIC-এর ৮৮০.৯৩ কোটি টাকার বিপুল সম্পত্তির আদৌ মালিক কে বা কারা তা জানা যায়নি। এই বিপুল পরিমাণ অর্থের জন্য এখনো পর্যন্ত কেউ দাবি করেনি। তাহলে এই সমস্ত টাকার মালিক কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া? নিশ্চয়ই আপনারও এলআইসির পলিসি রয়েছে তাহলে যখনই এটি ম্যাচিওর করবে অবশ্যই দাবি করবেন। যদি LIC ম্যাচুরিটির পরিমাণ দাবি না করে থাকেন, তাহলে আপনার পলিসির টাকা আদৌ পাবেন কিনা তা সন্দেহ। তবে ওই টাকা তোলার এক বিশেষ পদ্ধতি রয়েছে যা জেনে নিতে হবে এই প্রতিবেদনে।

Advertisements

চলতি অর্থবর্ষে LIC এর (Life Insurance of India) কাছে ৮৮০.৯৩ কোটি টাকা পড়ে আছে। এই টাকা এখনো পর্যন্ত দাবি করেনি কোন পলিসি হোল্ডার। ধরুন কোন পলিসি হোল্ডার যদি ১০ বছর পলিসি ক্লেম না করে তাহলে সেই টাকা ফেরত পাওয়া সত্যি কঠিন হয়ে দাঁড়াবে। সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর দেওয়া তথ্য অনুসারে, এলআইসির কাছে থাকা এই বিপুল পরিমাণ টাকা চলতি আর্থিক বছরে ৩.৭২ লক্ষ পলিসিহোল্ডারের। যারা এখনো দাবি করেনি বলেই এই টাকা পায়নি। কিন্তু ১০ বছরের মধ্যে যদি দাবি না করে তাহলে এই টাকা চলে যেতে পারে অন্য হাতে।

Advertisements

কীভাবে LIC-র (Life Insurance of India) এই টাকা দাবি করবেন জেনে নিন এই প্রতিবেদনে? পলিসি ক্লেম করতে গেলে আগেই পলিসি হোল্ডার বা সুবিধাভোগীদের যেতে হবে LIC-এর ওয়েবসাইটে https://licindia.in/home। সেখানে গিয়ে তারা পলিসির পরিমাণ সম্পর্কে জানতে পারবে।

আরও পড়ুন:ATM Withdrawal RulesATM Withdrawal Rules: ফের এটিএম থেকে টাকা তোলার নিয়মে আনা হলো আমূল পরিবর্তন, হঠাৎ কেন এই বদল

পলিসি দাবি করার জন্য কি করতে হবে পলিসিহোল্ডারকে?
  1. গ্রাহক পরিষেবা বিভাগে যান এবং পলিসিহোল্ডার আনক্লেইমড অ্যামাউন্টস নির্বাচন করুন।
  2. অনুরোধ করা তথ্য যেমন পলিসি নম্বর, নাম, জন্মতারিখ এবং প্যান কার্ডের বিবরণ লিখুন।
  3. তারপর ক্লিক করতে হবে সাবমিট-অপশনে। নিজের পলিসি সম্পর্কে স্ক্রিনে বিশদভাবে জানতে পারবেন পলিসিহোল্ডার।
  4. এই সমস্যা যাতে না হয় তার জন্য এলআইসি বিশেষ ব্যবস্থা নিয়েছে। একটি মিডিয়া প্রচারাভিযান এবং এজেন্টদের নিয়মিত ফলো-আপ সহ দাবি প্রক্রিয়াকে সহজতর করার চেষ্টা করেছে এলআইসি।
১০ বছরের জন্য ক্লেম না করলে কি হবে?

ধরুন কোন পলিসি হোল্ডার যদি ১০ বছরের জন্য তার পলিসি ক্লেম না করে তাহলে কি হবে? তাহলে অর্থ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তর করা হয়। এই টাকা প্রবীণ নাগরিকদের কল্যাণে ব্যবহার করা হয়। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) সমস্ত বিমা কোম্পানির জন্য তাদের ওয়েবসাইটে ১০০০ টাকা বা তার বেশি দাবি না করা পরিমাণ প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে৷

Advertisements