HS Result on DigiLocker: দরকার নেই স্কুলে যাওয়ার! এই অ্যাপ থেকেই এবার অনায়াসে পেয়ে যাবেন উচ্চমাধ্যমিকের মার্কশিট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হওয়ার পর অবশেষে ৮ মে ফলাফল প্রকাশ হয়। তবে উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result) ৮ মে প্রকাশ হলেও আজই কিন্তু পড়ুয়াদের হাতে মার্কশিট দেওয়া হবে না। মার্কশিট দেওয়া হবে ১০ মে অর্থাৎ শুক্রবার।

উচ্চমাধ্যমিক পরীক্ষা এমন একটি পরীক্ষা যার মার্কশিট এবং সার্টিফিকেট কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। যে কারণে এই মার্কশিট ও সার্টিফিকেট খুব যত্ন করে রেখে দিতে হয় পড়ুয়াদের। আবার এখনকার ডিজিটাল যুগে এমন সব ব্যবস্থা এসে গেছে যার পরিপ্রেক্ষিতে এই সকল মার্কশিট অথবা সার্টিফিকেট সংগ্রহ করার জন্য স্কুলে ছুটে যাওয়ার দরকার নেই বা সিন্দুকে যত্ন করে ভরে রাখারও দরকার নেই। ছবি রাখা যায় ডিজিটাল মাধ্যমে।

সেরকমই স্কুলে না গিয়েও উচ্চমাধ্যমিকের মার্কশিট ডিজিটাল আকারে অনায়াসেই পেয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা ডিজিলকার অ্যাপের (HS Result on DigiLocker) মাধ্যমে। এমনকি এই অ্যাপ এখন এতটাই মান্যতা পেয়েছে যে এই অ্যাপের মাধ্যমে যেকোনো ধরনের ডকুমেন্ট দেখানো হলেই তা গ্রাহ্য হয়ে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিজিলকার অ্যাপ থেকে কিভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট পেয়ে যাবেন।

আরও পড়ুন ? Online Class HS: পুজোর ছুটিতে শিক্ষক-শিক্ষিকাদের সুখের দিন শেষ! নয়া পরিকল্পনা সংসদের

ডিজিলকার অ্যাপের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট পাওয়ার জন্য নিজেদের স্মার্টফোনে ডিজি লকার অ্যাপ ইনস্টল রাখতে হবে অথবা digilocker.gov.in ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। ডিজিলকার অ্যাপ অথবা ওয়েবসাইট যেকোনো একটি জায়গায় আপনাকে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে দিতে হবে এবং আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন করাতে হবে।

অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়ে যাওয়ার পর আপনাকে সার্চ করে খুঁজে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট ডাউনলোডের জায়গায় যেতে হবে। এরপর সেখানে আপনার রোল নম্বর এবং কোন বছর পাস করেছেন সেই তথ্য দিলেই একসঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার যেটি প্রয়োজন সেটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এইভাবে আপনি বাড়িতে বসেই আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট পেয়ে যাবেন, কষ্ট করে আর স্কুলে যেতে হবে না।