নিজস্ব প্রতিবেদন : মোবাইল ইন্টারনেট নেই অথচ সিনেমা বা সিরিজ দেখার ইচ্ছে রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন এবং ইন্টারনেট ব্যবহার করেই তা দেখতে হয়। তবে এবার এমন এক ব্যবস্থা এলো যাতে মোবাইল ইন্টারনেট ছাড়াই এইসব বিনোদনের জিনিস দেখা যাবে। ইয়ার্কি নয়, সত্যিই এইরকম একটি অ্যাপ পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে।
গুগল প্লে স্টোরে পাওয়া ওই অ্যাপটি ইন্সটল করে নিলেই বিনামূল্যে হবে সিনেমা ডাউনলোড। এর পাশাপাশি Zee5-এর মত OTT প্ল্যাটফর্মের শো এবং সিনেমাও দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এমনটা শুনে অনেকে হয়তো ভাবতে পারেন এটি পাইরেটেড। তবে তা নয়। SugarBox নামের এই অ্যাপটি সমস্ত রকম পাইরেসীর নিয়ম মেনেই তৈরি করা হয়েছে।
ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এই অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। পাঁচ লক্ষের বেশি ব্যবহারকারী এই অ্যাপ ইন্সটল করেছেন এবং এখনো পর্যন্ত যারা রিভিউ দিয়েছেন সেই রিভিউও চোখে পড়ার মতো। এই অ্যাপে অনলাইন কেনাকাটা থেকে শুরু করে শিক্ষামূলক এবং বিনোদন কনটেন্ট পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে।
এই অ্যাপ প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে স্থানীয় স্তরে ক্লাউড প্রযুক্তির একটি ডিভাইস সরবরাহ করছে। বিভিন্ন প্রত্যন্ত এলাকার সিএসসি সেন্টারে এই ধরনের ডিভাইস সরবরাহ করা হচ্ছে। এই ডিভাইসের বিশেষত্ব হলো, ১০০ মিটার রেঞ্জের মধ্যে থাকা যে কোন ব্যক্তি তার মোবাইলকে বিশেষ নেটওয়ার্কে কানেক্ট করতে পারবেন এবং তার মোবাইলে ইন্টারনেট থাকুক বা না থাকুক তিনি এই অ্যাপের সমস্ত ফিচার উপভোগ করতে পারবেন।
এই অ্যাপের তরফ থেকে যে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে তা ইতিমধ্যেই ২৫০ টিরও পর্যন্ত গ্রাম্য এলাকায় পৌঁছে গিয়েছে। আর এই পরিষেবা পৌঁছে যাওয়ার ফলে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা এই অ্যাপটি ডাউনলোড করে বিশেষ ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে নিজেদের মোবাইল কানেক্ট করে বিভিন্ন সিনেমা, সিরিয়াল দেখছেন। তবে এই অ্যাপের পরিষেবা ব্যবহার করার জন্য সুগার বক্স নেটওয়ার্ক জোন থাকতে হবে।