নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক মানুষের মধ্যেই স্বপ্ন রয়েছে নিজের মন মত মাথা গোঁজার ঠাঁই তৈরি করা। তবে দুঃখের বিষয় সবার কপালে তা জোটে না। আর্থিক অনটনের কারণে দেশের একটি বড় সংখ্যার মানুষ তাদের স্বপ্নের এই বাড়ি তৈরি করা থেকে বঞ্চিত থাকেন। এমনকি তাদের বর্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় খুবই অসহায় ভাবে দিন কাটাতে হয়।
এই সকল মানুষদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পের আওতায় তিনি আশ্বাস দিয়েছিলেন, গোটা দেশে ১ কোটি ১২ লক্ষ বাড়ি বানিয়ে দেবে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় অনেকেই আবেদন করেছেন এবং অনেকেই তাদের বাড়ি পেয়েছেন।
এখন আপনি যদি এই প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি হন এবং আবেদন করে থাকেন তাহলে যে পদ্ধতিতে জানতে পারবেন তালিকায় আপনার নাম এলো কিনা। তালিকায় নিজের নাম এসেছে কিনা তা জানার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনেই এই তালিকা দেখে নিতে পারবেন।
তালিকায় নিজের নাম এলো কিনা তা দেখার জন্য অনলাইনে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https://pmaymis.gov.in/Open/Find_Beneficiary_DETails.aspx লিংকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটি ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাবে যেখানে আপনার আধার নম্বর চাওয়া হবে।
নির্দিষ্ট ওই জায়গায় যার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করা হয়েছিল তার আধার নম্বর দিতে হবে এবং ‘Show’ বটনে ক্লিক করতে হবে। ঠিক এরপরেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে কোন পরিস্থিতিতে রয়েছে আপনার আবেদন করা আবেদন পত্র। অর্থাৎ দেখিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য তালিকায় আপনার নাম এসেছে কিনা।