Brain Teaser: কেবল বুদ্ধিমানেরাই এই অঙ্কের সমাধান করতে পারবেন! করতে হবে শুধু একটি কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেমন দিন দিন বেড়েছে ঠিক সেইরকমই সোশ্যাল মিডিয়া বহু মানুষের কাছেই একঘেয়েমি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নতুনত্ব এনে দিয়েছে অপটিক্যাল ইলিউশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্রেন টিজার। সেই সকল জিনিস নিয়েই এখন মেতে রয়েছেন সোশ্যাল মিডিয়ার নাগরিকরা।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ছবি ঘুরে বেড়াচ্ছে। যে সকল চ্যালেঞ্জিং ছবিগুলির সমাধান করার জন্য লুকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার নেট নাগরিকরা। ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যাতে অদ্ভুত এক অঙ্কের সমাধান করতে বলা হয়েছে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া ওই অংকটি দেখেই আজব মনে হবে। কারণ এখানে কখন 7+2=3 হবে? সত্যিই আজব এই অংক, কেননা 7+2=3 কখনোই হতে পারেনা। 7+2=9 এটিই হল সঠিক উত্তর। তবে যেমন আজব অংক ঠিক সেই রকমই এর উত্তর আজব ভাবে করা হলে মিলতে পারে। এই ধরনের ব্রেন টিজারের ক্ষেত্রে আজব পদ্ধতি মেনেই অংকের সমাধান করা সম্ভব।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় 7+2=3 সমাধান করার যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, 7, 2, +, =, 3 সব সংখ্যাগুলি করা হয়েছে দেশলাইয়ের কাঠি দিয়ে। এক্ষেত্রে যদি সমাধান করতে হয় তাহলে একটি দেশলাইয়ের কাঠি সরিয়ে ফেলতে হবে। একটি বেশী দুটি দেশলাইয়ের কাঠি সরানো যাবে না বলেও বলা হয়েছে। আশা করি অনেকেই রয়েছেন যারা এর সমাধান খুঁজে পেয়েছেন আর যারা পাননি তাদের চলুন বলে দেওয়া যাক।

যেহেতু এই অংকটির সংখ্যাগুলি দেশলাইয়ের কাঠি দিয়ে করা হয়েছে এবং এর সমাধানের জন্য বলা হয়েছে একটি দেশালাইয়ের কাঠি সরাতে পারা যাবে, সেক্ষেত্রে 7 মাথায় থাকা একটি দেশলাইয়ের কাঠি সরালে সেটি হয়ে যাবে 1। এবার এই অংকের সমাধান সম্ভব। কেননা এখন ছবিটি হয়ে দাঁড়িয়েছে 1+2=3।

Advertisements