LPG Gas Dealership: রান্নার গ্যাসের ডিলার মানেই মালামাল! কীভাবে পাবেন ডিলারশিপ

How to get LPG gas dealership: প্রতিদিনকার জীবনে এলপিজি গ্যাসের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। সেই কারণেই এই ব্যবসাও আজকাল খুব লাভজনক হয়ে উঠছে। আপনি যদি বর্তমানে নিজের একটি ব্যবসা শুরু করতে চান যেখানে লাভ অনেক বেশি, তাহলে একটি গ্যাস এজেন্সি বা ডিলারশিপ (LPG Gas Dealership) শুরু করা খুব ভালো বিকল্প হতে পারে। সম্প্রতি বড় সরকারি কোম্পানিগুলি গ্যাস এজেন্সি বা ডিলারশিপ অফার করছে। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আসুন জেনে নিই কোন সরকারি কোম্পানি কোন গ্যাসের ডিলারশিপ দিয়ে থাকে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইন্ডেন গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে থাকে। ভারত পেট্রোলিয়াম ভারত গ্যাস এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটরশিপ এইচপি প্রদান করে। এছাড়া, বর্তমানে গো গ্যাসও ডিলারশিপ দিচ্ছে। এই সংস্থাগুলিতে গ্যাসের ডিলারশিপ (LPG Gas Dealership) পেতে অনলাইন বা অফলাইন অ্যাপ্লিকেশন করা যেতে পারে।

মোট চার ধরনের ডিস্ট্রিবিউটরশিপ (LPG Gas Dealership) রয়েছে। যার মধ্যে শহর, গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের জন্য আবেদন করা যেতে পারে। আপনি যে ধরনের এজেন্সির লাইসেন্স পাবেন সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। এছাড়া লাইসেন্স পাওয়ার আগে ফিল্ড ভেরিফিকেশন করা হয়। আপনার প্রয়োজনীয় নথিগুলি কোম্পানির আধিকারিকদের দ্বারা অবশ্যই যাচাই করা হবে।

আরও পড়ুন : Gas Cylinders: রান্নার জন্য গ্যাস তো ব্যবহার করেন! কিন্তু জানেন সিলিন্ডার কেন গোলাকার

যদি আপনি একজন ভারতীয় নাগরিক হন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে ন্যূনতম দশম পাস হতে হবে। আপনার বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে। খেয়াল রাখতে হবে আপনার পরিবারের কোনো সদস্য যেন সেই কোম্পানিতে কর্মচারী না হয়। একটি এজেন্সি খুলতে কমপক্ষে আপনার ১৫ থেকে ১৬ লাখ টাকা থাকতে হবে। এই তহবিল এলপিজি সিলিন্ডারের জন্য আপনাকে অফিস ও গোডাউন তৈরি করতে হবে।

আপনি হয়তো জানেন না যে, সরকারি সংস্থাগুলি সংবাদপত্রে এবং https://www.lpgvitarakchayan.in/ ওয়েবসাইটে এজেন্সি চালু করার জন্য বিজ্ঞপ্তি জারি করে থাকে৷ যদি আপনি এলপিজি ডিলারশিপ নিতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের পরে আপনার একটি ইন্টারভিউ হবে। যার ভিত্তিতে নির্বাচন করা হবে। এরপর কোম্পানিকে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যখন তদন্তের প্রক্রিয়া শেষ হয়ে যাবে আবেদনকারীকে উদ্দেশ্য পত্র জারি করা হবে। আবেদনকারী যে সংস্থার এজেন্সি নেবে, তার জন্য টাকা জমা দিতে হবে। অবশেষে আপনার নামে গ্যাস এজেন্সি দেওয়া হবে।