গাড়ি চালকদের ১০০০০ টাকা জরিমানা ঠেকাতে পারে এই নথি, জানুন উপায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গাড়ি চালকদের সুরক্ষার কথা মাথায় রেখে মোটর ভেহিকেল নতুন সংশোধনী আইন জারি করা হয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের তরফ থেকে। এই নতুন আইনে চালক ও যাত্রীদের সুরক্ষার দিকটি যেমন নজর রাখা হয়েছে, ঠিক তেমনই আবার পরিবেশ দূষণের বিষয়টিও নজরে রাখা হয়েছে।

Advertisements

পরিবেশ দূষণের এই সকল কথা মাথায় রেখে এবার এই মোটর ভেহিকেল আইনে এমন কিছু পরিচ্ছেদ যোগ করা হয়েছে যাতে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ১৯৮৯ কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইনেই স্পষ্ট করে বলা আছে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্সিওরেন্স এবং চালকের ড্রাইভিং লাইসেন্স যতটাই গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ PUC Certificate। তবে এবার এই সার্টিফিকেট না থাকলে জরিমানার পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisements

এই সার্টিফিকেট এক বছরের বেশি যেকোনো ধরনের যানবাহনের ক্ষেত্রে বাধ্যতামূলক। গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার সময় যদি এই PUC Certificate বা পলিউশন আন্ডার কন্ট্রোল অথবা পিইউসি সার্টিফিকেট না থাকে তাহলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে সরকার অনুমোদিত যে কোন কেন্দ্র এবং অনলাইনে এই সার্টিফিকেট পাওয়া যায় সহজে।

Advertisements

অফলাইনে গাড়ি এমিশন টেস্ট সেন্টার অথবা লাইসেন্স প্রাপ্ত টেস্ট সেন্টারে নিয়ে যেতে হয়। অন্যদিকে অনলাইনে এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে www.parivahan.gov.in ওয়েবসাইটে যেতে হয়। তারপর সেখানে Transport অপশন বেছে নিয়ে গাড়ি চেচিস নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর PUC Details এ ক্লিক করে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে।

বহু গাড়ির মালিক এবং চালকের ক্ষেত্রেই দেখা যায় সমস্ত কাগজপত্র সঠিকভাবে রাখা হলেও এই সামান্য একটি নথি ভুল থাকার জন্যই তাদের জরিমানার সম্মুখীন হতে হয়। যে কারণে এমন দুর্ভাগ্যজনক ঘটনার সম্মুখীন হওয়ার আগেই সতর্কভাবে এই কাজটি করে নিতে হবে।

Advertisements