Lakshadweep Permit: যাব বললেই যাওয়া হয়না, দেশের অংশ হলেও লাক্ষাদ্বীপ ভ্রমণে লাগে পারমিট, জানুন আবেদন পদ্ধতি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে লাক্ষাদ্বীপ বনাম মালদ্বীপের (Lakshadweep VS Maldives) লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননা এবং ভারতের ভূখণ্ড নিয়ে কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন লড়াই, যে লড়াইয়ে রীতিমতো নাজেহাল অবস্থা মালদ্বীপের। কেননা ভারতীয়দের তরফ থেকে মালদ্বীপ ভ্রমণ বয়কট করা হতেই আশঙ্কায় ভুগছেন ওই দ্বীপ রাষ্ট্রটি।

অন্যদিকে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপের এই লড়াইয়ে লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা কয়েকগুণ বেড়ে গিয়েছে। ভারতের হাজার হাজার পর্যটক এখন লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য ছুটছেন অথবা একবার লাক্ষাদ্বীপ ঘুরে আসার পরিকল্পনা গ্রহণ করছেন। তবে অনেকেই জানেন না, লাক্ষাদ্বীপ ভারতীয় ভূখণ্ডের অংশ হলেও এই দ্বীপে কেউ যাব বললেই যাওয়া হয় না। এই দ্বীপে যাওয়া পর্যটকদের নিতে হয় বিশেষ অনুমতি (Lakshadweep Permit)। চলুন দেখে নেওয়া যাক সেই অনুমতি কিভাবে পাওয়া যায়?

৩৬ টি ছোট ছোট দ্বীপ মিলে তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ। পর্যটন ছাড়াও এই দ্বীপের অন্য একটি গুরুত্ব রয়েছে ভারত মহাসাগরে নিজেদের অস্তিত্ব বজায় রাখার ক্ষেত্রে। একসময় এই দীপ দখল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল পাকিস্তান। তবে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের দূরদৃষ্টি তাই তার সফল হয়নি। এই সকল বিভিন্ন কারণে লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য যাওয়া পর্যটকদের বিশেষ পারমিট নিতে হয়।

আরও পড়ুন ? Lakshadweep or Maldives: মালদ্বীপ না লাক্ষাদ্বীপ, কোথায় ঘুরতে গেলে সোনায় সোহাগা! দেখে নিন পুরো হিসেব-নিকেশ

যারা লাক্ষাদ্বীপ ভ্রমণে যেতে চান তাদের অনলাইনে আবেদন করে ই-পারমিট সংগ্রহ করে নিতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য পর্যটকদের http://lakshadweeptourism.com/contact ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবার আবেদন করার ক্ষেত্রেও বেশকিছু নিয়ম রয়েছে। যেমন ঘুরতে যাওয়ার অন্তত এক মাস আগে এই ওয়েবসাইটে আবেদন জানাতে হবে।

আবেদন করার সময় পর্যটকদের নিজেদের নাম ঠিকানা ইত্যাদি দেওয়ার পাশাপাশি লাক্ষাদ্বীপের কোন কোন জায়গা ঘুরতে যাচ্ছেন সেই বিস্তারিত বিবরণ দিতে হয়। আবেদনপত্র জমা দেওয়ার সময় জমা দিতে হবে নিজের পরিচয় পত্র এবং পাসপোর্ট সাইজের ছবি। আবেদন করার সাত দিনের মধ্যেই অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। যে অনুমতি পত্র দেয়া হয় তার বৈধতা ৩০ দিনের জন্য এবং সেই সময়ের মধ্যেই পর্যটকদের লাক্ষাদ্বীপ ঘুরে আসতে হবে। তবে আবার সরকারি কর্মচারী বা সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের লোকজনদের এমন অনুমতির প্রয়োজন হয় না।